Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাবনায় ডেঙ্গু রোগের প্রকোপ অভাবনীয়ভাবে কমে আসছে

পাবনা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০১৯, ৩:৫৯ পিএম

গত ২৪ ঘন্টায় পাবনা জেনারেল হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন, চিকিৎসাধীন আছেন ১২ জন, ছাড়পত্র দেওয়া হয়েছে ১৫ জনকে। পাবনা জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক ডা: রঞ্জন কুমার দত্ত আজ মঙ্গলাবার বিকাল ৩টায় এই তথ্য নিশ্চিত করেছেন। পাবনায় ডেঙ্গু রোগের প্রকোপ অভাবনীয়ভাবে কমে যাচ্ছে। চিকিৎসক, নার্স ও সহযোগিদের সার্বিক প্রচেষ্টায় সাফল্য এসেছে বলে মন্তব্য করে, সহকারি পরিচালক বলেন, বৃষ্টি-বাদল না হলে এই এডিস মশার উপদ্রব আর বাড়বে না ফলে ডেঙ্গু রোগের প্রকোপ কমে যাবে। এদিকে, পাবনার সিভিল সার্জন ডা: মেহেদী ইকবাল জানিয়েছেন, তাঁর দপ্তরের কীটতত্ববিদ মো. হেলাল উদ্দিন ও সহকর্মীরা পাবনায় এডিস মশার লার্ভা ধ্বংসে সার্ভে চালিয়ে যাচ্ছেন। ইতোপূর্বে ১১টি স্থানে এডিস মশার লার্ভার সন্ধান পাওয়া যায়। পুনরায় সার্ভে করে ঐ ১১টি স্থানের মধ্যে শহরের গাছপাড়ায় ২টি ভলকানাইজং এর টায়ারের জমে থাকা পানিতে লার্ভা পাওয়া যায়। সেগুলো ধ্বংস করা হয়েছে। টায়ারে যাতে পানি জমতে না পারে সেজন্যে এ গুলোকে কভার দিয়ে ঢেকে রাখতে বলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডেঙ্গু

২৭ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ