Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

বড় জয়ের অপেক্ষায় ভারত

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০২ এএম


জয়ের মঞ্চ তৈরি হয়েছিল দ্বিতীয় দিনেই। তৃতীয় দিনে সেটা আরও স্পষ্ট করেছে ভারত। হাতে দুই দিন বাকি থাকলেও ম্যাচ বাঁচাতে আট উইকেটে ৪২৩ রান করতে হবে ওয়েস্ট ইন্ডিজকে।

কিংস্টনে ৪৬৮ রানের জয়ের লক্ষ্যে ২ উইকেটে ৪৫ রান তুলে তৃতীয় দিন শেষ করে উইন্ডিজ। দুই ম্যাচের টেস্ট সিরিজে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করতে ভারতের দরকার ৮ উইকেট।

প্রথম ইনিংসে ভারতের ৪১৬ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ৭ উইকেটে ৮৭ রান করেছিলো স্বাগতিকরা। তৃতীয় দিন বাকী ৩ উইকেটে আর ৩০ রান যোগ করেই ১১৭ রানে গুটিয়ে যায় তারা। ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহ হ্যাটট্রিকসহ ২৭ রানে নেন ৬ উইকেট। ২৯৯ রানে এগিয়ে থেকেও হোল্ডারের দলকে ফলো অনে ফেলেননি ভারত অধিনায়ক বিরাট কোহলি।

দ্বিতীয় ইনিংসে ৫৭ রানে ৪ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় ভারত। তবে পঞ্চম উইকেটে আজিঙ্কা রাহানে ও প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান হনুমা বিহারির অবিচ্ছিন্ন ১১১ রানের জুটিতে তা সহজেই কাটিয়ে ওঠে সফরকারীরা। ৪ উইকেটেই ১৬৮ রানে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষনা করে ভারত। ১০৯ বলে ৮টি চার ও ১টি ছক্কায় রাহানে অপরাজিত ছিলেন ৬৪ রানে, ৭৬ বলে ৮টি চারে অপরাজিত ৫৩ রান করেন বিহারি।
ভারত : ৪১৬ ও ৫৪.৪ ওভারে ১৬৮/৪ (ডিক্লে.) (পুজারা ২৭, কোহলি ০, রাহানে ৬৪*, বিহারি ৫৩*; রোচ ৩/২৮, হোল্ডার ১/২০, কর্নওয়াল ০/৬৮, গ্যাব্রিয়েল ০/১৮, চেইস ০/২২)। উইন্ডিজ : ৪৭.১ ওভারে ১১৭ (আগের দিন ৮৭/৭) (হ্যামিল্টন ৫, কর্নওয়াল ১৪, রোচ ১৭; ইশান্ত ১/২৪, বুমরাহ ৬/২৭, শামি ২/৩৪, জাদেজা ১/১৯) ও (লক্ষ্য ৪৬৮) ১৩ ওভারে ৪৫/২ (ক্যাম্পবেল ১৬, ব্রাভো ১৮*, ব্রæকস ৪*; ইশান্ত ১/১৩, বুমরাহ ০/১৬, শামি ৪-১-১২-১)। (তৃতীয় দিন শেষে)।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ