Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ত্যাগ চাই মর্সিয়া ক্রন্দন চাহি না

মুহাম্মদ সানাউল্লাহ | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০২ এএম

ইসলামে হিজরী সালের গুরুত্ব অপরিসীম, উম্মাহর শ্রেষ্ঠত্ব ও স্বাতন্ত্র এতে বিশেষ স্বীকৃতি পায়। অন্যান্য জাতিগোষ্ঠীর নির্ধারিত সন তারিখের গুরুত্ব দেয়ার চেয়ে হিজরী সন-তারিখকে সবিশেষ গুরুত্ব দেয়া উচিত। বিশেষত ইবাদাতমূলক আমলসমূহ অনেকটাই হিজরী সালভিত্তিক চান্দ্র মাসের তারিখের ওপর নির্ভরশীল। যেমন, রমাযানের সওম, শাওয়াল মাসের ছয়টি সিয়াম, আরাফা এবং আশুরার সিয়াম, ঈদ এবং হজ আর যাকাত এসবই চান্দ্রমাস ভিত্তিক হওয়া অত্যাবশ্যক। আল্লাহ তা‘আলা বলেন :

‘তিনি (আল্লাহ) সূর্যকে দীপ্তিময় এবং চাঁদকে আলোকময় করেছেন এবং তাঁর (চাঁদের) জন্য মানযিলসমূহ নির্দিষ্ট করেছেন যাতে তোমরা বছর গণনা ও সময়ের হিসাব জানতে পার।’ সূরা ইউনুছ আয়াত : ৫

হিজরী সাল দীন ইসলামের একটি প্রতীক। হিজরী সাল শুরুর সময় পারস্য ও রোমকদের প্রবর্তিত গণনার সাল বিদ্যমান ছিল। তথাপি মুসলিম জাতির গৌরবময় স্বাতন্ত্র্যকে অক্ষুন্ন রাখতে খলীফাতুল মুসলিমীন এবং অগ্রহী সাহাবাগণ হিজরী সাল প্রবর্তনের সুব্যবস্থা করেন। মহান আল্লাহ কতই না সুন্দর বলেছেন ঃ

আর মুহাজির ও আনসারদের মধ্যে যারা প্রথম সারির অগ্রণী এবং যাদের ইহসানের সাথে তাদের অনুসরণ করে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এং তারাও তাঁর উপর সন্তুষ্ট হয়েছে। সূরা আত তাওবা আয়াত : ১৮০
তাই হিজরী সালের গুরুত্ব উপলব্ধি করা মুসলিম উম্মাহর জন্য একান্ত অপরিহার্য। সাহাবাগণ (রা.) পারস্য ও রোমের সন তারিখ বর্জন করেছেন। তাঁরা ইসলামী হিজরী সাল প্রবর্তন করেছেন। তাদের অনুসরণে আমাদের উচিত হিজরী সাল ও তারিখকে মর্যাদা দেয়া এবং হিজরী সালকে আমাদের জীবন ঘনিষ্ঠ করে নেয়া।

হিজরী সালের প্রতিটি মাস আর প্রতিটি দিবসের নামের বিশেষ তাৎপর্য রয়েছে এবং সেসব স্বাভাবিক অর্থ নিহিত রয়েছে। পক্ষান্তরে ইংরেজী সনের অন্যান্য সনের মাস ও দিবসগুলোর নামে বিভিন্ন মূর্তি ও পূজ্য দেবতার নামের সমাহার রয়েছে। ধর্মে গাইরুল্লাহর অস্তিত্ব ঈমান ও আকীদার জন্য সীমাহীন ক্ষতিকর। তাই বিশ্বজয়ী জাতি হিসেবে ইসলামী হিজরী সালের বিশ্বব্যাপী ব্যবহার ব্যাপক করতে মুসলিম উম্মাহকে প্রাণপণ প্রয়াসী হওয়া প্রয়োজন।

ইসলামের স্বাধীন স্বকীয় তাহযীব ও তমদ্দুনকে সুউচ্চ মর্যাদায় অধিষ্ঠিত রাখাই হলো ইসলামের প্রাণপ্রবাহকে টিকিয়ে রাখা। প্রতিটি মুসলিম তার আদব ও আখলাকের শ্রেষ্ঠত্ব ধরে রাখবে এটাই কাম্য হওয়া উচিত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসলাম

৩ মার্চ, ২০২৩
২ মার্চ, ২০২৩
১ মার্চ, ২০২৩
২৮ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ