Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভালোবাসতে পারছি না মোদির ভারতকে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০৪ এএম

অধিকৃত কাশ্মীরে মানবাধিকারের চরম লঙ্ঘনের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার সরকারের চরম সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের নারী কংগ্রেস সদস্য ইলহান ওমর। মুসলিমবিরোধী গোঁড়ামীর বিরুদ্ধে সোচ্চার এই মার্কিন রাজনীতিবিদ ভারতজুড়ে মুসলিমবিরোধী প্রচারণা এবং জম্মু-কাশ্মীরে মুসলমানদের বিরুদ্ধে জাতিগত নির্মূল অভিযান চালানোর জন্য প্রধানমন্ত্রী মোদিকে তীব্র ভর্ৎসনা করেন।

ইলহাম ওমর তার সর্বশেষ টুইটে অধিকৃত কাশ্মীরে জরুরি অবস্থা জারি নিয়ে কথা বলেন। তিনি জোর দিয়ে বলেন, ‘নরেন্দ্র মোদির যে ভারত, সেই ভারতের সঙ্গে প্রীতি অনুভব করছি না।’
তিনি ভারতে ধর্মীয় চরমপন্থা ও উগ্র দেশপ্রেমের উত্থানকে ঘৃণাভরে প্রত্যাখান করেন, যা তার মতে ভারতের সেক্যুলার ও ধর্মীয় বহুত্ববাদের প্রশংসনীয় বৈশিষ্ট্যকে কলঙ্কিত করছে।

মার্কিন কংগ্রেসে তার সহকর্মীদের তুলনায় কাশ্মীর ইস্যুতে বেশ সোচ্চার এই নারী রাজনীতিক। তিনি সক্রিয়ভাবে কাশ্মীরিদের পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং উপত্যকায় যে করুণ মানবিক দুর্দশার বিস্তার ঘটছে তার প্রতি মনযোগ দিতে তার অনুসারী ও সহকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছেন। ভারত যেভাবে কাশ্মীরের ঘটনাবলী আড়াল করার চেষ্টা করছে তার প্রতিবাদ জানাতে প্রতিনিধি পরিষদের অন্যান্য সদস্যের প্রতি আহ্বান জানান ওমর। তিনি বলেন, বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার গণতান্ত্রিক রাষ্ট্র ভারতের কাছে প্রত্যাশা হলো তারা কাশ্মীরে স্বাধীনতার গণতান্ত্রিক নীতিমালা মেনে চলবে।

কয়েক দিন আগে তিনি কাশ্মীর উপত্যকায় শান্তি ও স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার আহ্বান জানান। প্রায় তিন সপ্তাহ ধরে অঞ্চলটি জরুরি অবস্থার মধ্যে অবরুদ্ধ হয়ে আছে। অধিকৃত কাশ্মীরে অবিলম্বে যোগাযোগ ব্যবস্থা পুনর্বহাল ও উত্তেজনা হ্রাসের দাবি করেন তিনি। জম্মু-কাশ্মীরের যোগাযোগ ব্যবস্থা কেটে দিয়ে অঞ্চলটিকে সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে রেখেছে ভারত। এর মধ্যেই নানা ফাঁক-ফোঁকর দিয়ে সেখানে ভারতীয় বাহিনীর বর্বর নির্যাতন চলার খবর আন্তর্জাতিক মিডিয়ায় চলে আসতে শুরু করেছে।

টুইটারে ওমর লিখেন : ‘আমাদের উচিত অবিলম্বে কাশ্মীরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা পুনর্বহাল; মানবাধিকার, গণতান্ত্রিক রীতিনীতি ও ধর্মীয় স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শন; ও উত্তেজনা কমিয়ে আনার আহ্বান জানানো।’
স্থানীয় অধিবাসীদের উপর নিষেধাজ্ঞা জারি রেখে নয়াদিল্লি কীভাবে আন্তর্জাতিক মানবিক ত্রাণ সংস্থাগুলোকে কাশ্মীরে প্রবেশ করতে দিচ্ছে না তাও গুরুত্বের সঙ্গে তুলে ধরেন ওমর।

তেজস্বী এই নারী রাজনীতিক পশ্চিমা ও সারা দুনিয়ার মুসলমাদের কঠোর বাঁধাধরা স্বভাবকে চ্যালেঞ্জ করেন। এই বাঁধাধরা নিয়ম থেকে বেরিয়ে আসার মতো সাহসিকতা প্রদর্শনের জন্য আন্তর্জাতিক ম্যাগাজিন ‘মুসলিম ভাইব’ তাকে বিশ্বের শীর্ষ পাঁচ প্রভাবশালী মুসলিম নারীর তালিকায় স্থান দিয়েছে।
কট্টর বৈষম্য, ইসলামোফোবিয়া, নির্যাতন এবং মুসলিমদের নিন্দিত করার মতো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন তিনি। সূত্র : সাউথ এশিয়ান মনিটর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ