পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর লালবাগ থানাধীন শহীদনগর এলাকায় কিশোর রনি হাসানকে (১৬) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ৮ জনকে গ্রেফতার করেছে লালবাগ থানা পুলিশ। গ্রেফতাররা হলো- তুহিন (১৭), রিয়াজ (১৭), ইয়াকুব (১৬), রাইয়ান (১৭), হাসান (১৭), জীবন (১৭), সাজ্জাদ (১৯) ও জিসান ওরফে ছটু (১৬)। এ সময় তাদের কাছ থেকে হত্যাকাÐে ব্যবহৃত রক্ত মাখা একটি চাকু উদ্ধার করা হয়। লালবাগ থানার ওসি কে এম আশরাফ উদ্দিন বলেন, গত ৩১ আগস্ট রাত ৯টার দিকে শহীদনগরের বাসা থেকে বের হয়ে আতশখানা লেনে বন্ধুদের সাথে দেখা করতে যায় রনি। সেখানে আশুরা উপলক্ষে ঢোল বাজানোকে কেন্দ্র করে রনির সাথে গ্রেফতার অভিযুক্তদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা রনিকে ধাওয়া করলে রাত সোয়া ১১টার দিকে লালবাগ থানধীন বি.সি দাস স্ট্রিট রোডস্থ কাজী মাহমুদের বাড়ির সামনে পড়ে যায় সে। পরে তারা রনিকে এলোপাথারি কিল ঘুষি ও লাথি মারতে থাকে। একপর্যায়ে গ্রেফতার তুহিন ভুক্তভোগী রনির বুকে ছুরি দিয়ে আঘাত করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।