Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাহাতের কম্পোজিশনে নাজুর দিল্লি টু ঢাকা

প্রকাশের সময় : ১২ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : তরুণ প্রজন্মের শিল্পী নাজু আখন্দ। রাজধানীর সাভারে বেড়ে ওঠা এই শিল্পীর ছোটবেলা থেকেই গানের সঙ্গে সখ্য। জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতায় চারটি গোল্ড মেডেল লাভ করেছেন। স্কুলে থাকতেই কাজ করেন প্রথম অ্যালবাম ‘কাঁচা হলুদের রং’এ। ২০০২ সালে এ অ্যালবাম প্রকাশের পর আরও দুটি একক নিয়ে হাজির হন তিনি। এগুলো হচ্ছে ২০০৯ ‘স্বপ্নকন্যা’ সালে এবং ২০১৩ সালে ‘একটু জায়গা দে’। এবার এই শিল্পী ঈদ উপলক্ষে ভিন্ন আঙ্গিকের একটি ভিডিও গান নিয়ে হাজির হচ্ছেন। গানের শিরোনাম ‘দিল্লি টু ঢাকা’। নাজুর গাওয়া এ গানটি লিখেছেন শাহান কাবন্ধ। মীর মাসুমের সুরে গানটির কম্পোজিশন করেছেন ডিজে রাহাত। নতুন গানটি নিয়ে নাজু বলেন, আমার জন্য ভিন্ন রকম একটি গান। পপ গান বলতে যা বোঝায়। হাই বিটের গান। ভিডিও পরিচালনা করেছেন শুভব্রত সরকার। ডিজে রাহাত বলেন, নাজুর গানের গলা ভালো। আর কাজটা অনেক যতœ নিয়ে করা হয়েছে। উল্লেখ্য, নাজু ১৯৯৩ সাল থেকে বাংলাদেশ বেতারে শিশুশিল্পী হিসেবে গান করেন। এছাড়া ২০০১ সালে বাংলাদেশ টেলিভিশনের শিল্পী হিসেবেও তালিকাভুক্ত হয়। নিজের একক অ্যালবামের পাশাপাশি তিনি প্লে­ব্যাকেও বেশ জনপ্রিয়। এ পর্যন্ত ১২১টি প্লেব্যাক করেছেন। কাজ করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, আলম খান, এফএ সুমন, জাহিদ বাশার পঙ্কজসহ অনেকের সঙ্গে। নতুন আঙ্গিকের এই গানটি শিগগিরই প্রকাশিত হবে। তার দ্বিতীয় অ্যালবামের ‘হাত বাড়ালে যায় না ছোঁয়া’ শিরোনামের গানটির জন্য ২০১০ সালে বেস্ট গায়িকা ক্যাটাগরি (পপুলার চয়েজ)-এ সিটিসেল চ্যানেল আই অ্যাওয়ার্ড পান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাহাতের কম্পোজিশনে নাজুর দিল্লি টু ঢাকা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ