Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যে জন্য ‘ইট চ্যাপ্টার টু’কে সায় দিয়েছিলেন জেসিকা চ্যাস্টেইন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

অভিনেত্রী জেসিকা চ্যাস্টেইন জানিয়েছেন তার চরিত্রের সাহসী ও নির্ভীক বৈশিষ্ট্যের জন্য তিনি ‘ইট চ্যাপ্টার টু’ চলচ্চিত্রে কাজ করা জন্য সায় দিয়েছিলেন। চলচ্চিত্রটিতে চ্যাস্টেইনকে প্রাপ্তবয়স্ক বেভারলি মার্শের ভূমিকায় দেখা যাবে। কৈশোরে বেভারলি স্কুলে গুÐামি আর বাড়িতে বাবার হাতে নির্যাতনের শিকার হত। চ্যাস্টেইন বলেন, “ প্রথম ফিল্মটি আমার ভাল লেগেছে আর সোফিয়া লিলিস অভিনীত বেভারলি চরিত্রটি আমার মনে দাগ কেটেছে।” “সে খুব গতিশীল আর বিভিন্নভাবে সবচেয়ে সাহসী। সে জীবনে অনেক প্রতিকূলতার মুখোমুখি হয়েছে তাই তার মধ্যে নির্ভীকতা আছে।” ‘ইট চ্যাপ্টার টু’তে ইট/পেনিওয়াইজ-দ্য ডান্সিং ক্লাউনের ভূমিকায় ফিরবেন বিল স্কার্সগার্ড। স্টিফেন কিংয়ের ১৯৮৬তে প্রকাশিত উপন্যাস অবলম্বনে ‘ইট’-এর (২০১৭) সিকুয়েলটি পরিচালনা করেছেন অ্যান্ডি মুশিয়েতি। এটি মূল ঘটনার ২৭ বছর পরের গল্প। নিয়ম মত পেনিওয়াইজ ফিরে এসে ডেরির শিশুদের গুম করতে শুরু করে আর ‘দ্য লুজার ক্লাব’ প্রতিশ্রুতি মত তাকে রুখবার জন্য ফিরে আসে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ফিল্মটি মুক্তি পাবে। ‘ইট চ্যাপ্টার টু’তে আরও অভিনয় করেছেন জেমস ম্যাকঅ্যাভয়, জেমস র‌্যানসোন, অ্যান্ডি বিন, জে রায়েন এবং ইসাইয়া মুস্তাফা। প্রথম পর্বের কাস্টকেও ফিল্মটিতে দেখা যাবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ