Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোপালগঞ্জে কৃষক সমাবেশ

প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

গোপালগঞ্জ জেলা সংবাদদাতা : গোপালগঞ্জে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত স্বল্প মেয়াদি বারি সরিষা ১৪ ও ১৫ জাতের উৎপাদন কার্যক্রমের উপর কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার চর কুশলী গ্রামে কৃষি মন্ত্রণালয়ের অর্থায়নে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পিরোজপুর-গোপালগঞ্জ-বাগেরহাট সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের সরেজমিন গবেষণা বিভাগ ও গোপালগঞ্জ কৃষি সম্প্রসার অধিদপ্তরের সহাযোগিতায় আয়োজিত এ কৃষক সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের গবেষণা বিভাগের পরিচালক ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্রজননবিদ ড. মো. জালালউদ্দিন। গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণের জেলা প্রশিক্ষক কর্মকর্তা হরলাল মধুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে গাজীপুর ডাল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আশরাফ হোসেন, টুঙ্গিপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা ড. এইচএম মনিরুজ্জামান, প্রকল্পের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাহফুজ আলম, বৈজ্ঞানিক সহকারী ওলিউর রহমান, ইউপি সদস্য আবুল বাশার, কৃষক সাহেব আলী, সুখি বেগম, জামাল সিকদার, ঠা-া মোল্লাসহ আরো অনেকে বক্তব্য রাখেন। কৃষক সমাবেশ থেকে জাননো হয়, গোপালগঞ্জ জেলার ৫ উপজেলার ২শ’ বিঘা জমিতে এ জাতের সরিষার প্রদর্শনী প্লট করা হয়েছে। আগামীতে এ অঞ্চলে কৃষক লাভজনক এ সরিষার আবাদ বৃদ্ধি করবে বলেও কৃষকরা জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গোপালগঞ্জে কৃষক সমাবেশ

৩১ জানুয়ারি, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ