রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গোপালগঞ্জ জেলা সংবাদদাতা : গোপালগঞ্জে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত স্বল্প মেয়াদি বারি সরিষা ১৪ ও ১৫ জাতের উৎপাদন কার্যক্রমের উপর কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার চর কুশলী গ্রামে কৃষি মন্ত্রণালয়ের অর্থায়নে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পিরোজপুর-গোপালগঞ্জ-বাগেরহাট সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের সরেজমিন গবেষণা বিভাগ ও গোপালগঞ্জ কৃষি সম্প্রসার অধিদপ্তরের সহাযোগিতায় আয়োজিত এ কৃষক সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের গবেষণা বিভাগের পরিচালক ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্রজননবিদ ড. মো. জালালউদ্দিন। গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণের জেলা প্রশিক্ষক কর্মকর্তা হরলাল মধুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে গাজীপুর ডাল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আশরাফ হোসেন, টুঙ্গিপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা ড. এইচএম মনিরুজ্জামান, প্রকল্পের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাহফুজ আলম, বৈজ্ঞানিক সহকারী ওলিউর রহমান, ইউপি সদস্য আবুল বাশার, কৃষক সাহেব আলী, সুখি বেগম, জামাল সিকদার, ঠা-া মোল্লাসহ আরো অনেকে বক্তব্য রাখেন। কৃষক সমাবেশ থেকে জাননো হয়, গোপালগঞ্জ জেলার ৫ উপজেলার ২শ’ বিঘা জমিতে এ জাতের সরিষার প্রদর্শনী প্লট করা হয়েছে। আগামীতে এ অঞ্চলে কৃষক লাভজনক এ সরিষার আবাদ বৃদ্ধি করবে বলেও কৃষকরা জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।