মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জন্মদিনের রাজকীয় আয়োজন জেলের ভিতর। তাও আবার কার? পিন্টু তিওয়ারি নামে এক খুনীর। এমন ছবিই দেখা গেল ভারতের বিহারের সীতামারি জেলে। বেলুন দিয়ে জেল সাজিয়ে, মাংস রান্না করে এই খুনীর জন্মদিন পালন করেছে জেলের অন্যান্য কয়েদিরা। কেউ কেউ আবার পিন্টুর জন্য উপহার নিয়েও হাজির হয়েছিল।
জানা গেছে, ২০১৫ সালে বিহারের দারভাঙা জেলায় দুই ইঞ্জিনিয়ারকে খুনের ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল পিন্টু তিওয়ারির। এই ঘটনার পরে আরও একবার বিহারের পুলিশ প্রশাসন নিয়ে প্রশ্ন উঠতে শুরু করল। ঘটনাটির একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
ভিডিওটিতে দেখা গিয়েছে, এই রাজকীয় আয়োজন দেখে বেশ খুশিতেই জন্মদিনের কেক কাটছে পিন্টু। অন্যান্য কয়েদিরা পিন্টুর জন্য শুভ জন্মদিনের গান গাইছে। কেক কাটার পর্ব শেষ হওয়ার পর দেখা গেল কয়েদি মাটিতে বসে ভাত আর মাংস খাচ্ছেন। শেষে সকল কয়েদির মধ্যে মিষ্টিও বিতরণ করা হয়েছে।
জেলের ডিজিপি গুপ্তেশ্বর পান্ডে ঘটনাটি জানতে পেরেই দ্রুত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি জানিয়েছেন, ‘আমি জেলের আইজির সঙ্গে কথা বলেছি। তিনি একটি তদন্তকারী দল গঠন করেছেন। ঘটনার দ্রুত তদন্ত হবে। অপরাধীরা শাস্তি পাবে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।