Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টঙ্গীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে কলেজছাত্রের মৃত্যু

টঙ্গী সংবাদদাতা | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০১৯, ১২:২৬ পিএম

ঢাকার টঙ্গীতে বৃষ্টির পানি সেচতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে রায়হান হোসেন (২৪) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

রোববার রাত আড়াইটার দিকে টঙ্গীর পূর্ব আরিচপুর মদিনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রায়হান স্থানীয় মনটেজ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্সের ফাইনাল পরীক্ষা দিয়েছিলেন। তিনি ওই এলাকার ডেকোরেটর ব্যবসায়ী হেলাল উদ্দিন বাবুর্চির ছেলে।

এলাকাবাসী জানান, রোববার রাতে টঙ্গীতে মুষলধারে বৃষ্টি হয়। এতে এলাকার রাস্তাঘাট তলিয়ে বৃষ্টির পানি বাসাবাড়িতে উঠে যায়। রাত আড়াইটার দিকে রায়হান বৈদ্যুতিক মোটরের সাহায্যে তাদের বাসার পানি সেচতে গেলে বিদ্যুৎপৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন।

পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রায়হানকে মৃত ঘোষণা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিদ্যুৎপৃষ্ট হয়ে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ