মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতা ও লোকসভার সদস্য অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, ‘আমার বাবা তো বাংলাদেশে থাকতেন, তাহলে আমিও বহিরাগত।’ শনিবার বহুপ্রতীক্ষিত আসাম নাগরিকপঞ্জী প্রকাশের পরে ক্ষোভ প্রকাশ করেন তিনি। কেন্দ্র সরকারকে আক্রমণ করে এই কংগ্রেস নেতা বলেন, ‘কেবল আসাম কেন, সংসদেও এবার তবে এনআরসি হোক!’ আসামের নাগরিকদের চূড়ান্ত তালিকা প্রকাশ ও সেই তালিকায় ১৯ লাখেরও কিছু বেশি মানুষের নাম বাদ পড়া নিয়ে কংগ্রেসের শীর্ষ নেতারা গতকাল রোববার সকালে দিল্লির দশ নম্বর জনপথে বৈঠকে বসেন। সেখানে এনআরসি তালিকা নিয়ে আলোচনা হওয়ার পরে সাংবাদিকদের উদ্দেশে অধীর চৌধুরী জানান যে, সরকার আসামে বিষয়টি পরিচালনা করতে ব্যর্থই হয়েছে। তিনি বলেন, ‘দেশটা ওদেরই। ওরা যেখানে ইচ্ছা সেখানে এনআরসি পরিচালনা করবে। তারা আসাম এনআরসি পরিচালনা করতে সক্ষম হন নি, তারা অন্য রাজ্যেও যেতে পারেন। তাদের সংসদেও এনআরসি করা উচিৎ!’
কংগ্রেস বৈঠকে দলের অন্তর্র্বর্তীকালীন প্রধান সোনিয়া গান্ধী, এ কে অ্যান্টনি, গৌরব গগৈয়ের মতো প্রবীণ কংগ্রেস নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অধীর বলেন, ‘কোনও প্রকৃত নাগরিককে কোনও অবস্থাতেই বহিষ্কার করা উচিত নয় এবং সমস্ত প্রকৃত নাগরিককে অবশ্যই সুরক্ষা দিতে হবে।’ সূত্র : এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।