নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
জুভেন্টাসের বিপক্ষে তিন গোলে পিছিয়ে পড়েও দুর্দান্তভাগে ঘুরে দাঁড়িয়েছিল নাপোলি। কিন্তু ম্যাচের যোগ করা সময়ে কালিদু কুলিবালির করা আত্মঘাতি গোল শেষ পর্যন্ত পরাজয়ের মাল্য পরিয়ে দেয় নাপোলির গলায়।
তুরিনের জুভেন্টাস স্টেডিয়ামে পরশু সেরি আ লিগে ৭ গোলের রোমাঞ্চকর ম্যাচে গতবারের রানার্স আপদের ৪-৩ ব্যবধানে হারিয়েছে টানা আটবারের চ্যাম্পিয়নরা। দুই ম্যাচে শতভাগ জয়ে এককভাবে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে জুভারা।
ম্যাচের ৬২তম মিনিটে ক্রিশ্চিয়ানো রোনালদো স্কোরলাইন ৩-০ করে দেয়ার পর মনে হচ্ছিল অনায়াস জয়ই পেতে যাচ্ছে স্বাগতিকরা। কিন্তু ১৫ মিনিটের মধ্যে তিন গোল করে দুর্দান্তভাবে ম্যাচে ফেরে সফরকারীরা। তারপরও শেষ রক্ষা হয়নি। ইনজুরি টাইমে পাওলো দিবালার ফ্রি কিকের বল প্রতিহত করতে গিয়ে উল্টো নিজেদের জালে বল জড়িয়ে দেন গত মৌসুমের সেরা ডিফেন্ডার কুলিবালি।
এমন পরাজয় সবচেয়ে বেশি পোড়াচ্ছে কুলিবালিকে। ম্যাচ শেষে এক টুইট বার্তায় সেনেগালের এই তারকা বলেন, ‘ওই আত্মঘাতি গোলটি আমাকে খুবই আহত করেছে। কারণ আমরা দারুনভাবে লড়াইয়ে ফিরেছিলাম। এ জন্য আমি খুবই দুঃখিত। এখন আমাকে বা আমাদেরকে এটি মেনে নিতে হবে। অথচ আমরা যথেষ্ঠ শক্তিশালী। যা আমরা দেখিয়েছি। আগামীতেও আমরা এর প্রমাণ দেব।’
ম্যাচের ১৬তম মিনিটে ডানিলোর গোলে এগিয়ে যাওয়া জুভেন্টাসকে প্রথমার্ধেই দ্বিগুন ব্যবধানে পৌঁছে দেন ধারে এসি মিলান ও চেলসিতে খেলে আসা গঞ্জালো হিগুয়েইন। দ্বিতীয়ার্ধে রোনালদোর করা মৌসুমের প্রথম গোলে নিরাপদ দূরত্বেই পৌঁছে গিয়েছিল মউরিসিও সারির দল। কিন্তু চার মিনিট পরই ঘুরে দাঁড়ায় কাব্য লিখতে শুরু করে নাপোলি। দুই মিনিটের ব্যবধানে কস্তাস ম্যানোলাস ও হিরভিং লোজানোর করা দুই গোলে লড়াইয়ে ফিরে আসে কার্লো আনচেলোত্তির শিষ্যরা। ৮১তম মিনিটে জিওভান্নি ডি লরেঞ্জোর গোল স্কোরলাইনে সমতা এনে দেয়। নির্ধারিত সময় পেরিয়ে সফরকারী দলটি যখন জুভেন্টাসের কাছ থেকে এক পয়েন্টে ছিনিয়ে নেয়ার স্বপ্নে বিভোর তখনই তাদের সামনে নেমে আসে অন্ধকার। ম্যাচ শেষে হিগুয়েইন বলেন, ‘এটি ছিল ঝড়ের মত। আমরা ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। ফলে তারা সমতায় ফিরে আসে। তবে শেষ পর্যন্ত আমরা প্রত্যাশিত জয়টিই পেয়েছি।’
হাঁটুর ইনজুরির কারণে অধিনায়ক জিওরর্জিও কিয়েল্লিনি এবং নিউমোনিয়ার সঙ্গে সংগ্রামরত কোচ সারির অনুপস্থিতি কিছুটা নড়বড়ে করে তুলেছিল বর্তমান চ্যাম্পিয়নদের। আর এই ঘটনাটিকে ‘সুযোগের অপব্যবহার’ বলে মন্তব্য করেছেন নাপোলির কোচ আনচেলোত্তি, ‘এটি ছিল ইতিবাচক পারফর্মেন্স। প্রথম ঘণ্টায় আমরা ভাল করতে পারিনি। তবে ৩-০ গোলে পিছিয়ে পড়ার পরও আমার ম্যাচে ফিরে এসেছিলাম। জুভেন্টাসের বিপুল সংখ্যক বিকল্প অস্ত্র ও মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে। আমরা জানি মৌসুমের গুরুত্বপুর্ণ মুহুর্তে তারা এক পা এগিয়ে যাবার চেষ্টা করবে। আজ আমরা সুযোগ হাতছাড়া করেছি।’
লিগের আরেক ম্যাচে তুরস্কের মিডফিল্ডার হাকান চালহানগলু’র একমাত্র গোলে নবাগত ব্রেসিয়ার বিপক্ষে ১-০ গোলে জিতেছে প্রথম ম্যাচে উদিনেসের কাছে হেরে যাওয়া এসি মিলান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।