Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আড়াইবাড়ী দরবার শরীফের মাহফিল সম্পন্ন

প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা : লাখো মানুষের পদচারণায় আল্লাহ আল্লাহ জিকিরের শব্দে প্রকম্পিত ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর সদরের ঐতিহ্যবাহী আড়াইবাড়ী দরবার শরীফের পীরে কামেল আবু সাঈদ আসগর আহমাদ আল-কাদেরি (র.)-এর ৭৮তম মাহফিলে ইছালে ছাওয়াব গত শুক্রবার বাদ জুমা শুরু হয়ে গতকাল শনিবার বাদ ফজরে আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়। আল্লামা হযরত মাওলানা মরহুম মুহাম্মদ গোলাম হাক্কানী পীর সাহেব (র.)-এর সুযোগ্য সন্তান দরবার শরীফের বর্তমান গদ্দিনশিন পীর আল্লামা হযরত মাওলানা অধ্যক্ষ মোহাম্মদ গোলাম সারোয়ার সাঈদীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমে দ্বীন জামেয়া কাসেমিয়ার প্রিন্সিপাল আল্লামা হযরত মাওলানা সাইয়েদ কামাল উদ্দিন জাফরী, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হযরত মাওলানা ড. আবদুল্লাহ মুহাম্মদ জাহাঙ্গীর, ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের খতিব হযরত মাওলানা ড. আ স ম শোয়েব আহমাদ ভূঁইয়া, শর্ষিনা দরবার শরীফের পীর হযরত মাওলানা শাহ সাইফুল্লাহ সিদ্দিকী, হযরত মাওলানা শাহ আরিফ বিল্লাহ সিদ্দিকী, হযরত মাওলানা মুহাম্মদ গোলাম রাহমানী সাঈদী, হযরত মাওলানা গোলাম সাদেক সাঈদী, হযরত মো. গোলাম কবির সাঈদী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. আ জ ম কুতুবুল ইসলাম নোমানী, হযরত মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান আতিকী, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আনিসুল হক ভূঁইয়া বিভিন্ন দরবার শরীফের পীর সাহেবানসহ দেশবরেণ্য ওলামায়ে কিরাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আড়াইবাড়ী দরবার শরীফের মাহফিল সম্পন্ন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ