Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোরে ডেঙ্গু রোগী বাড়ছেই, ১৫হাজার এডিস লার্ভার সন্ধান

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০১৯, ৭:১৩ পিএম

যশোরে ডেঙ্গু রোগী বেড়েই চলেছে। রোববার দুপুরে সিভিল সার্জন দপ্তর সূত্রে জানা গেছে ২৪ঘন্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৬০জন। এই নিয়ে গত ২১জুলাই থেকে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১হাজার ৩শ’৭৭জন।
সূত্র জানায়, মোট আক্রান্তের মধ্যে এ পর্যন্ত মারা গেছেন দুইজন মহিলা। বর্তমানে যশোর ২৫ বেড হাসপাতালসহ জেলায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২শ’২৫ জন।সিভিল সার্জন দপ্তর সূত্রে জানা গেছে, যশোর শহরের ৬টি ওয়ার্ডের ৩৩টি বাড়িসহ ১হাজার ২শ’৯০টি উৎসে ১৪হাজার ৯শ’৩৪টি এডিস লার্ভার সন্ধান পাওয়া গেছে।
যশোর ২৫ বেড হাসপাতালের সুপার ডাঃ আবুল কালাম আজাদ জানান, আমরা সর্বোত চেষ্টা করছি যথাযথ চিকিৎসা দেয়ার। পর্যাপ্ত কীটস ওষুধ রয়েছে হাসপাতালে। যশোর পৌরসভা সূত্র জানায়, এডিস লার্ভার সন্ধানের পর পৌরসভা থেকে চিহিÍস্থানে স্প্রে করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডেঙ্গু

২৭ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ