Inqilab Logo

বুধবার, ০৫ জুন ২০২৪, ২২ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সিলেটে এসিড নিক্ষেপ মামলায় ১০ জনের যাবজ্জীবন

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০১৯, ৫:৪২ পিএম

সিলেটের গোয়াইনঘাটে দুই সহোদরের চোখে এসিড নিক্ষেপ ঘটনার মামলায় ১০ আসামিকে যাবজ্জীবন কারাদ- প্রদান করেছেন আদালত। আজ রবিবার দুপুরে সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান এই আদেশ প্রদান করেন।

দ-প্রাপ্ত আসামিরা হলেন- আবদুস সালাম, নুরুল মিয়া, আলতাফ মিয়া, শামসুল ইসলাম, আবদুর রহিম, আয়াত উদ্দিন, মাশুক মিয়া, মোহাম্মদ আলী, আব্দুর রশীদ ও রুবেল মিয়া। এদের মধ্যে রুবেল মিয়া পলাতক, বাকিরা রায় ঘোষণার সময় আদালতে হাজির ছিলেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের এপিপি এডভোকেট শামসুল ইসলাম।
তিনি জানান, এই রায়ে বাদীপক্ষ সন্তুষ্ট। মামলায় ২৮ জন সাক্ষীর মধ্যে সাক্ষ্য গ্রহণ করা হয় ১৭ জনের। তন্মধ্যে ১৪ জনই ছিলেন প্রত্যক্ষ সাক্ষী।
মামলা সূত্রে জানা গেছে, গোয়াইনঘাট উপজেলার উত্তর রাউৎগ্রামে আজির উদ্দিন ও আলাউদ্দিনকে বাড়ি থেকে উচ্ছেদের জন্য আসামিরা সংঘবদ্ধ হয়ে হামলা চালায়। তারা আজির ও আলাউদ্দিনের চোখে এসিড ঢেলে দেয়। ফলে তাদের চোখ নষ্ট হয়ে যায়। এ ঘটনায় দ-প্রাপ্তদের বিরুদ্ধে মামলা করেন তারা।

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যাবজ্জীবন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ