Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজবাড়ীর রেল লাইনে নবজাতকের লাশ উদ্ধার

রাজবাড়ী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০১৯, ১২:২৪ পিএম | আপডেট : ২:২৬ পিএম, ১ সেপ্টেম্বর, ২০১৯

রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর তেতুল তলা রেল গেটের রেল লাইনের মাঝে নবজাতক (৫) মাস বয়সের লাশ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ।
রবিবার সকালে সাড়ে ৮টার দিকে রাজবাড়ী-ফরিদপুর ট্রেন রুটের খানখানাপুর তেতুল তলা রেলগেট এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
স্থানীয়রা জানান, রবিবার সকালে রাজবাড়ী থেকে ফরিদপুর গামী ছেড়ে আসা ট্রেনের ওই গর্ভবর্তী নারী প্রকৃতির ডাকে সাড়া দিতে ট্রেনের বাথরুমেই নবজাতকটি প্রসব করে ফেলে। রাজবাড়ী থেকে ফরিদপুর গামী ঘটনা স্থলের ৩শত গজ আগ থেকে রেলওয়ে লাইনের রক্তের ছাপ দেখা যায়।
রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশের এসআই মনিরুজ্জামান জানান, রবিবার সকাল সাড়ে ১০টা দিকে আনুমানিক ৫/৬ মাস বয়সের রক্ত মাখা নবজাতক (ছেলে) লাশ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় রাজবাড়ী রেলওয়ে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিশুর লাশ উদ্ধার

২৭ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ