নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
শ্রীলংকায় অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটের আসরে আরব আমিরাত টিমে খেলবেন বাংলাদেশি তাসিন রহমান। আরব আমিরাতের জাতীয় ক্রিকেট টিম অনুর্ধ-১৯-এ এই প্রথম কোন বাংলাদেশি নির্বাচিত হয়ে এশিয়া কাপ ক্রিকেটে খেলবেন।
আরব আমিরাতে বসবাসরত ১৭ বছরের এ অলরাউন্ডার ক্রিকেটারের আগামী জানুয়ারী ও ফেব্রুয়ারীতে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশগ্রহণ করারও কথা রয়েছে। তাসিন রহমান শ্রীলংকায় অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেট খেলতে যাওয়ার আগে মিডিয়াকে জানান, সখের বসে ক্রিকেট তার জীবনে আসলেও এখন তা পেশায় পরিণত হয়েছে এবং ক্রিকেট নিয়ে ভব্যিতে বহুদুর যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, শুধু অনূর্ধ্ব বিশ্বকাপ নয় টেস্টসহ সব বিভাগের ক্রিকেট খেলতেই আগ্রহী তিনি। তাসিনের মা সোনিয়া নাসরিন পারভীন তার সন্তানের এ সফলতা দেখে খুবই আনন্দিত ও গর্বিত। তিনি জানান, তাসিন রহমান একমাত্র বাংলাদেশি ক্রিকেট খেলোয়াড় যে আরব আমিরাতে এই প্রথম অনূর্ধ্ব-১৯ জাতীয় টিমে অংশ গ্রহণ করার সুযোগ পেয়েছে। তাসিন রহমান যেন তার ক্যারিয়ার নিয়ে বহুদূর এগিয়ে যেতে পারে সে জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।