Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ওয়ারীতে তামাক বোঝাই ট্রাক জব্দ

শুল্ক ফাঁকির অভিযোগ

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০০ এএম

রাজধানীর ওয়ারী থানা এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে তামাক বহনের দায়ে তামাক বোঝাই একটি ট্রাক জব্দ করেছে র‌্যাব। গত বৃহস্পতবিার রাতে র‌্যাব-৩ এর একটি দল তামাক বোঝাই ট্রাকটি জব্দ করে শুল্ক গোয়েন্দা অধিদফতরে হস্তান্তর করে। র‌্যাব-৩ এর অপারেশন অফিসার (অ্যাডিশনাল এসপি) এবিএম ফয়জুল ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় যে, একশ্রেণীর অসাধু ব্যবসায়ী শুল্ক ফাঁকি দিয়ে কুষ্টিয়া হতে একটি তামাক বোঝাই ট্রাক ঢাকায় নিয়ে আসছে। পরে র‌্যাব-৩ এর একটি দল বৃহস্পতিবার অভিযান চালিয়ে ওয়ারী এলাকা থেকে ট্রাকটি আটক করে।
র‌্যাব জানায়, ত্রিপল দিয়ে মোড়ানো অবস্থায় ট্রাকটি থেকে ৪ হাজার ৫০৯ কেজি তামাকের গুড়া ও ৯ কার্টন সিগারেটের ফিল্টার তৈরির উপাদান পাওয়া যায়। পরবর্তীতে তা জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরে হস্তান্তর করা হয়। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তামাক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ