Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হংকংয়ে পুলিশের যৌন হয়রানির বিরুদ্ধে নারীদের বিক্ষোভ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০০ এএম

হংকংয়ে এবার পুলিশের যৌন হয়রানির বিরুদ্ধে বিক্ষোভ করেছে নারী বিক্ষোভকারীরা। নিরাপত্তা বাহিনীর যৌন নির্যাতন বন্ধের দাবিতে বুধবার রাস্তায় নামে কয়েক হাজার নারী। তারা বলছেন, বিক্ষোভ ঠেকাতে যৌন হয়রানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে পুলিশ। এসব হয়রানি এখনই বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। এ সমাবেশকে আয়োজকরা বিশ্বজুড়ে যৌন হয়রানি ও নিপীড়নের বিরুদ্ধে চলমান ‘মি টু’ আন্দোলনের অংশ হিসেবেই অ্যাখ্যা দিয়েছে। সমাবেশে প্রায় ৩০ হাজার নারী অংশ নিয়েছে বলে দাবি করছেন তারা। তবে পুলিশের ভাষ্যমতে, এদিন ১১ হাজার নারী বিক্ষোভে অংশ নেন। বিবিসি জানিয়েছে গণতন্ত্রের দাবিতে প্রায় ১১ সপ্তাহ ধরে চলমান বিক্ষোভে কার্যত অচল হংকং। স¤প্রতি বিক্ষোভে প্রায়ই সহিংসতার ঘটনা ঘটছে। পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বেশ কয়েকবার। এসব ঘটনাকে ‘সন্ত্রাসী কর্মকান্ড’ অভিহিত করে সেনাবাহিনী মোতায়েনের হুমকি দিয়ে আসছে চীন। স্বায়ত্বশাসিত অঞ্চলটির চারপাশে ইতিমধ্যে কিছু সেনা মোতায়েনও করেছে বেইজিং এবং নিয়মিতই মহড়া দিচ্ছে। এরই মধ্যে বুধবার নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে বিক্ষোভ করলেন নারীরা। সমাবেশে বেশ কয়েকজন নারী তাদের ওপর পুলিশি হয়রানির অভিজ্ঞতার কথা জানান। এদের একজন তার শরীর তল্লাশির অভিজ্ঞতার কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন। তবে অভিযোগ অস্বীকার করে পুলিশ বলেছে, তারা আটক ব্যক্তিদের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল। কেউ যৌন হয়রানির আনুষ্ঠানিক অভিযোগ করেননি। ফের বড় ধরনের বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে আয়োজকরা।
রয়টার্স, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ