Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

আমিরাতের সমর্থন চাইলেন ইমরান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

কাশ্মীর ইস্যুতে সংযুক্ত আরব আমিরাতের সমর্থন চাইলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি শুক্রবার ফোন করেছিলেন সংযুক্ত আরব আমিরাতের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে। এ সময় তাকে ভারত দখলীকৃত কাশ্মীরের উত্তেজনাকর পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন এবং কাশ্মীরিদের প্রতি মুসলিম বিশ্বের সমর্থন আহ্বান করেন ইমরান খান। এ খবর দিয়েছে অনলাইন ডন। পাকিস্তানের প্রধানমন্ত্রীর অফিসের তথ্যমতে, এ সময় দখলীকৃত কাশ্মীরের সর্বশেষ অবস্থা সম্পর্কে তাকে অবহিত করানোর জন্য ইমরান খানকে ধন্যবাদ জানিয়েছেন প্রিন্স নাহিয়ান। এতে বলা হয়, ক্রাউন প্রিন্স নাহিয়ানকে ইমরান খান বলেছেন, দখলীকৃত জম্মু ও কাশ্মীরের মানুষগুলো ইসলামিক দেশগুলো থেকে শক্তিশালী সমর্থন প্রত্যাশা করছেন। গুরুত্বপ‚র্ণ এই সময়ে সংযুক্ত আরব আমিরাত সহ ওআইসির দেশগুলো থেকে শক্ত সমর্থন আশা করে পাকিস্তানের জনগণ। ডন অনলাইন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ