Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সঙ্গী খুঁজে দিতে চীনের বিশেষ ট্রেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

বহু খুঁজেও একটা সঙ্গী জোটেনি। এমন সমস্যায় আছেন চীনের প্রায় ২০ কোটি মানুষ। সেখানে বহু তরুণ-তরুণী এখনও মনের মতো একজন সঙ্গী না পেয়ে একলা দিন কাটাচ্ছেন। এসব সিঙ্গেল তরুণ-তরুণীদের সঙ্গী জোগাড় করে দিতে অভিনব পদক্ষেপ নিয়েছে চীনের চেংদু রেলওয়ে সংস্থা। লাভ এক্সপ্রেস নামের একটি বিশেষ ট্রেনে এক হাজার সিঙ্গেল যুবক-যুবতীকে ঘুরতে পাঠিয়েছে তারা। উদ্দেশ্য একটাই, এই সফরের মাধ্যমে সিঙ্গেলরা যেন তাদের সঙ্গী বা সঙ্গিনীকে খুঁজে পান। সেখানকার একটি স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এক হাজার সিঙ্গেলকে নিয়ে দু’দিন ও এক রাতের ভ্রমণের ব্যবস্থা করা হয়েছিল। ট্রেনের মধ্যেই বিভিন্ন রকমের খাবারের পাশাপাশি আয়োজন করা হয়েছিল নানা রকম খেলারও। এসব কিছুর উদ্দেশ্য ছিল একটাই। সিঙ্গেলরা যেন একে অপরের পছন্দ ভালোভাবে জানতে পারেন, আরও ভালো করে বুঝতে পারেন। ট্রেনের গন্তব্য ছিল চীনের বহু পুরনো শহর ঝাউ সুই। সেখানে ব্যবস্থা করা হয়েছিল ঐতিহ্যবাহী অনুষ্ঠানের। এক সঙ্গে ওই এক হাজার সিঙ্গেল তরুণ-তরুণী ওই অনুষ্ঠান উপভোগ করেছেন। তবে সঙ্গী পেতে এই আয়োজন এ বছরই প্রথম নয়। তিন বছর ধরেই এই বিশেষ ট্রেন সেবা দেয়া হচ্ছে। রেল কর্তৃপক্ষের দাবি, এই ট্রেনে যাত্রা করে অনেকেই তাদের পছন্দের সঙ্গীকে খুঁজে পেয়েছেন। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ