মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের তাজমহল কর্তৃপক্ষ ‘আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া’ (এএসআই) তাজমহল চত্বরে শিশুদের মাতৃদুগ্ধ পান করানোর জন্য শীতাতপ নিয়ন্ত্রিত বেবি ফিডিং সেন্টার নির্মাণ করেছে। গত বৃহস্পতিবার বেবি ফিডিং সেন্টারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভারতের কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী। ভারতের উত্তর প্রদেশের আগ্রা শহরে ঐতিহাসিক স্মৃতিসৌধ তাজমহল দেখতে আসেন ভারতের বিভিন্ন রাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকেরা। বাবা-মায়ের সঙ্গে আসে শিশুরাও। কিন্তু ছোট্ট শিশুদের স্তন্যপান করানোর মতো কোনো জায়গা এখানে ছিল না। তাই দীর্ঘদিন ধরে তাজমহল চত্বরে মাতৃদুগ্ধ পান করানোর জন্য একটি বেবি ফিডিং সেন্টার গড়ার আবেদন জানিয়ে আসছিলেন পর্যটকেরা। এএসআই এর কর্মকর্তা বসন্ত কুমার স্বর্ণকার জানান, বিশ্বের সপ্তম আশ্চর্য এই তাজমহল দেখতে প্রতিদিন দেশ-বিদেশের গড়ে ২২ হাজার পর্যটক আসেন। পিটিআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।