মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রিন্সিপাল সেক্রেটারি নৃপেন্দ্র মিশ্র আকস্মিক পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন। তবে প্রধানমন্ত্রী মোদি নিজেই তাকে দুসপ্তাহ এই পদ সামলানোর অনুরোধ করেছেন। নৃপেন্দ্র মিশ্র এই পদ থেকে এমন এক সময়ে সরে দাঁড়ানোর ইচ্ছা জানালেন, যখন দেশের জিডিপির হার গত পাঁচ বছরে সর্বনিম্ন দাঁড়িয়েছে। দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়ার সময়ই তার পদত্যাগের ঘোষণাকে তাৎপর্যপ‚র্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ। জিডিপি প্রবৃদ্ধির হার গত পাঁচ বছরের সর্বনিম্ন স্থানে নেমে যাওয়ায় তা যে দেশের অর্থনীতিতে প্রভাব ফেলবে, তা বলার অপেক্ষা রাখে না। এদিকে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে নৃপেন্দ্র মিশ্র বলেন, প্রধানমন্ত্রী মোদির অধীনে দেশসেবার বিশেষ সুযোগ পেয়ে আমি ধন্য। তিনি আমাকে এই সুযোগ দিয়েছেন। তার জন্য গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আমার মধ্যে প‚র্ণ আত্মবিশ্বাস দিয়েছিলেন। আমি জনস্বার্থ ও জাতীয় স্বার্থে নিজেকে নিবেদিত রাখতে পেরে ধন্য মনে করছি। এদিকে, নৃপেন্দ্র মিশ্রর পদত্যাগের বিষয়ে প্রধানমন্ত্রী মোদি এক টুইট বার্তায় বলেন, ২০১৯ সালের ভোটের ফলাফল প্রকাশের পরেই দায়িত্ব থেকে সরে যাওয়ার অনুরোধ করেছিলেন তিনি। কিন্তু বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত তাকে ওই পদে থাকার অনুরোধ করা হয়। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।