রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
‘জনকের জন্য কবিতা’ শ্লোগান সামনে রেখে ভারত ও বাংলাদেশের কবিদের নিয়ে টাঙ্গাইলে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে কবি সম্মেলন। সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন স্বকাল পরিষদ এবং সাহিত্যের ছোটকাগজ ‘কথা’ শহরের সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে এই সম্মেলনের আয়োজন করে।
গতকাল শনিবার সকালে টাঙ্গাইলের জেলা প্রশাসক ফজলুর রহমান খান ফারুক অনুষ্ঠানের উদ্বোধন করেন।
সাধারণ গ্রন্থাগারের সহ-সভাপতি খন্দকার নাজিম উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন ষাটের দশকের অন্যতম কবি ও মুক্তিযোদ্ধা কবি বুলবুল খান মাহবুব, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী কবি বুলবুল মহলানবীশ, কলকাতা থেকে আগত কবি সৌমিত বসু প্রমুখ। আলোচনা শেষে কবিতাপাঠে অংশ নেন কবিরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন নূরুল ইসলাম বাদল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।