Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সালমান শাহ স্মরণে গাইবেন নন্দিতা

অভি মঈনুদ্দীন : | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

‘আমার কাছে মনে হয় যে সালমান শাহ আমাদের সিনেমা জগতের সবচেয়ে ফ্যাশনেবল নায়ক। সেই সময়েই তিনি ফ্যাশনে এতোটাই বিপ্লব ঘটিয়েছিলেন রয আজো কেউ তার উর্ধ্বে যেতে পারেনি। তিনি অনেক সাহসী ছিলেন। কারণ সাহসী না হলে বিপ্লব ঘটানো যায় না। ফ্যাশনে তিনি বিপ্লব ঘটিয়ে ছিলেন। এমন হ্যান্ডসাম একজন নায়কের অভিনয় দেখার সুযোগ হয়নি। তবে তার অনেক গান উপভোগ করেছি। সেসব গান মনে গেঁথে আছে। তার মৃত্যু বার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা রেখেই গান গাওয়ার চেষ্টা করবো।’ কথাগুলো বলছিলেন এই প্রজন্মের কন্ঠশিল্পী সানজিদা মাহমুদ নন্দিতা। প্রথমবারের মতো সালমান শাহ’কে নিয়ে কোন সরাসরি অনুষ্ঠানে গান গাওয়া প্রসঙ্গে তিনি এ কথা বলেন। আগামী ৬ সেপ্টেম্বর রাত আটটা থেকে প্রায় দশটা পর্যন্ত সরাসরি সঙ্গীত পরিবেশন করবেন নন্দিতা। তারসঙ্গে আরো থাকবেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী আগুন। এছাড়াও আগামীকাল বৈশাখী টেলিভিশনের একটি অনুষ্ঠানের রেকর্ডিং-এ অংশ নিবেন নন্দিতা। এদিকে এনামুল করিম নির্ঝরের ‘কানসুঁতা’ প্রজেক্টের চতুর্থ সিজনের সাতটি গান গাইছেন নন্দিতা। এরইমধ্যে তিনটি গানের রেকর্ডিং-এর কাজ শেষ হয়েছে। গান লিখেছেন ও সুর করেছেন এনামুল করিম নির্ঝর। গত ঈদে নন্দিতা দেশ টিভি, মাছারাঙ্গা টিভি ও বাংলাদেশ টেলিভিশনে সঙ্গীত পরিবেশন করেছেন। নন্দিতা জানান, এখনো স্টেজ মৌসুম শুরু হয়নি। স্টেজ মৌসুম শুরু হলে স্টেজ শো’ নিয়েই বেশি ব্যস্ত থাকবেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নন্দিতা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ