Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাগুরায় প্রতিবাদ সভা

প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

মাগুরা জেলা সংবাদদাতা : প্রস্তাবিত ফরিদপুর বিভাগ থেকে মাগুরা জেলাকে অন্তর্ভুক্তির অপচেষ্টার প্রতিবাদ জানিয়েছে মাগুরা জেলা সংগ্রাম পরিষদ। গত শুক্রবার সন্ধ্যায় সৈয়দ আতর আলি গণগ্রন্থাগার মিলনায়তনে মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ওয়ালিদুজ্জামান, মোটর শ্রমিক ইউনিয়ন সভাপতি ইমদাদুর রহমান, মাগুরা বণিক সমিতি সভাপতি মুন্সি হুমায়ুন কবির রাজা, উপাধ্যক্ষ গোলাম কাবিয়ার, প্রফেসর মোল্লা আবুসাইদ, জামিউল কদর দলার, রইচউদ্দিন, তানভির রহমান, অ্যাড সমর জোয়ারদার, অ্যাড কাজী মিনহাজ, সাংবাদিক আবু বাসার আখন্দ, অলোক বোস ও রূপক আইচসহ আরো অনেকে। প্রতিবাদ সভায় বক্তারা প্রস্তাবিত ফরিদপুর বিভাগের অন্তর্ভুক্তির অপচেষ্টাকে এ জেলা তথা বৃহত্তর যশোর জেলার সংস্কৃতি ধ্বংসের চক্রান্ত হিসেবে উল্লেখ করে যশোর জেলাকে বিভাগ ঘোষণা করে সেখানে মাগুরায় অন্তর্ভুক্তির দাবি জানান। বক্তারা এই অপতৎপরতা বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাগুরায় প্রতিবাদ সভা

৩১ জানুয়ারি, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ