বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইলের মির্জাপুর থেকে চুরি হওয়া ৩টি সিএনজি চালিত অটোরিক্সা নরসিংদী থেকে উদ্ধার করেছে মির্জাপুর থানা পুলিশ। শুক্রবার রাতে নরসিংদী সদরের বরই বাড়ী বাজার এলাকা থেকে অটোরিক্সা দুটি উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, গত ৮ জুলাই মির্জাপুর পৌর এলাকার পুষ্টকামুরী গ্রামের বেল্লাল মিয়ার বাড়ির প্রধান ফটকের তালা ভেঙ্গে সিএনজি চালিত তিনটি নতুন অটোরিক্সা চোরের দল চুরি করে নিয়ে যায়।
এ বিষয়ে অটোরিক্সার মালিক মো. জাহাঙ্গীর হোসেন মির্জাপুর থানায় মামলা করেন। পরে ঢাকার সিআইডি ও মির্জাপুর থানা পুলিশ তথ্য প্রযুক্তির ব্যবহার করে সিএনজিগুলোর সন্ধান পান। শুক্রবার রাত আটটার দিকে নরসিংদী শহরের বরই বাড়ী বাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি সিএনজি চালিত অটোরিক্সা উদ্ধার করেন। তবে পুলিশ এর সাথে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানার উপ পরিদর্শক (এসআই) মো. মজিবর রহমানের সঙ্গে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে চুরি যাওয়া তিনটি সিএনজি চালিত অটোরিক্সার মধ্যে দুইটি উদ্ধার কর হয়েছে। অন্যটিও উদ্ধারে চেষ্টা চলছে বলে তিনি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।