Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে পায়রা বন্দর - নৌ-পরিবহন সচিব

কলাপাড়া(পটুয়াখালী)সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০১৯, ৪:৪৩ পিএম

পায়রা বন্দর দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বন্দর, এটি মাননীয় প্রধানমন্ত্রীর একটি অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প। এ প্রকল্প বাস্তবায়ন করতে বেশ কয়েকটি কর্মসূচি হাতে নেয়া হয়েছে। চলমান কাজগুলো শেষ হলে আগামী দুই বছরের মধ্যে পায়রা বন্দরের ফাংশোনাল কার্যক্রম শুরু করা যাবে। শনিবার বেলা ১২টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী স্মরণে দশ লাখ গাছের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে দেশের তৃতীয় সমুদ্রবন্দর পায়রায় ২০ হাজার গাছের চারা রোপণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব আবদুস সামাদ এসব কথা বলেন। তিনি বলেন, এ প্রকল্পের আওতাধীন ক্ষতিগ্রস্ত তিন হাজার ৫’শ পরিবারকে আমরা এ টাইপ ও বি টাইপের ভবন তৈরি করে দিচ্ছি। ছয় স্থানে এসব পরিবারের জন্য ভবন তৈরি করার কাজ চলছে। আর একটি কাজ হচ্ছে রামনাবাদ চ্যানেলসহ সমুদ্রের অংশ যেখান থেকে জাহাজ আসবে, সে কাজটা আমরা বেলজিয়ামের একটা নামকরা কম্পানি জাংজিকোকে দিয়েছি। তারা স্টাডি করে দেখছে, আমরা এ কাজটাও সামনে বাস্তবায়ন করব। এছাড়া সামনে ট্রান্স শিপমেন্ট টার্মিনাল গুলোও নির্মান করা হবে।

সচিব আরো বলেন, কানেকটিং রোড শেখ হাসিনা সড়ক এবং আন্ধার মানিক নদীর উপর একটি ব্রীজ তৈরি করা হবে, যেটা আমাদের মেইন টার্মিনাল পর্যন্ত চলে যাবে। এসব কাজ বাস্তবায়ন হলে দেশের অর্থনীতিতে আমদানী রপতানি এবং অন্যান্য নৌবানিজ্যসহ সকল ক্ষেত্রে ভূমিকা রাখবে পায়রা বন্দর।

পটুয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে গাছের চারা বিতারন ও রোপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ-পরিবহন মন্ত্রানালয়ের অতিরিক্ত সচিব ভোলানাথ, পায়রা বন্দরের চেয়ারম্যান কমডোর এম জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক মতিউল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাসসহ পায়রা বন্দরের কর্মকর্তারা। এর আগে প্রধান অতিথি পায়রা বন্দরের উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন। পরে তিনি পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের আরপিসিএল প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নৌ-পরিবহন সচিব
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ