Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোনারগাঁয়ে সাবেক সংসদ সদস্যের সংবাদ সম্মেলন

প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) সংসদ সদস্য ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকার দেয়া একটি বক্তব্যে কুরুচিপূর্ণ ও ন্যক্কারজনক বলে অখ্যায়িত করে সংবাদ সম্মেলন করেছেন সোনারগাঁয়ের সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার। গতকাল শনিবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ কথা বলেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত বছরের ৩০ ডিসেম্বর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে কুরুচিপূর্ণ বক্তব্য দেন। এমপি খোকা গত ২৭ জানুয়ারী গোয়ালদী এলাকায় একটি স্কুল উদ্বোধনকালে সোনারগাঁও আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেন, পৌরসভার নির্বাচনের পর এবার ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকেও শয়তানদের বিতাড়িত করা হবে। যা আমি মনে করি এ ধরনের একটি ন্যক্কারজনক ও সরাসরি আওয়ামী লীগের নীতি নির্ধারণকারী সর্বোচ্চ ফোরামের বিরুদ্ধে একটি অসম্মানজনক কুরুচিপূর্ণ রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য। আমি এ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাই। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ মোল্লা বাদশা, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সোহেল রানা, নারায়ণগঞ্জ জেলা যুব আইনজীবী পরিষদের সভাপতি এডভোকেট ফজলে রাব্বী, উপজেলা যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম নান প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সোনারগাঁয়ে সাবেক সংসদ সদস্যের সংবাদ সম্মেলন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ