Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পিকনিকের বাসে ৫৮ হাজার ইয়াবা

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০১৯, ১২:০০ এএম

পিকনিকের বাসে তল্লাশি করে ৫৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব। বাসটি কক্সবাজার থেকে রাঙামাটি যাওয়ার পথে গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রামের সাতকানিয়ার কেরানিহাটে এ অভিযান চালায় র‌্যাব। র‌্যাব-৭ চট্টগ্রামের চান্দগাঁও ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী হাসানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ ঘটনায় বাসচালক মো. রহিম (২৯) ও সহকারী মো. রফিককে (২৮) আটক করা হয়। জব্দ করা হয়েছে বাসটি। গ্রেফতার মো. রহিম কক্সবাজারের টেকনাফ উপজেলার জাদিমোড়ার নবী হোসেনের ছেলে এবং মো. রফিক টেকনাফের কে কে পাড়ার মো. আফজালের ছেলে।

র‌্যাব জানায়, কক্সবাজারের উখিয়া থেকে জামবাগান ইসলামিক ও সাংস্কৃতিক যুব ঐক্য পরিষদের ব্যানারে রাঙামাটি যাচ্ছিল পিকনিকের বাসটি। বাসের চালক ও সহকারী কক্সবাজার থেকে এসব ইয়াবা গাড়িতে তোলেন। চট্টগ্রামে তা হস্তান্তরের কথা ছিল। বাসে চালকের আসনের সামনে ড্যাসবোর্ডের পাশে আলাদা কম্পার্টমেন্ট তৈরি করে ইয়াবাগুলো রাখা হয়েছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইয়াবা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ