Inqilab Logo

সোমবার , ২৭ মার্চ ২০২৩, ১৩ চৈত্র ১৪২৯, ০৪ রমজান ১৪৪৪ হিজরী

সুপার লীগে মোহামেডান-আবাহনী ম্যাচ বিকেএসপিতে

প্রকাশের সময় : ১১ জুন, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : প্রথম পর্ব শেষে বিশ্রামের ফুরসত পাচ্ছে না ক্রিকেটাররা। আগামী ১২ জুন থেকে শুরু হবে শিরোপার আসল লড়াই সুপার লীগ। সুপার লীগে পয়েন্ট তালিকায় শীর্ষ এবং সর্বনিন্ম দলটির মধ্যে পয়েন্টের ব্যবধান মাত্র ৩ হওয়ায় জমে উঠবে আসরটি, তা বলাই বাহুল্য। তবে সুপার লীগের ম্যাচগুলো দিবা-রাত্রির করার যে প্রস্তাব ছিল, তা শেষ পর্যন্ত হচ্ছে না। সুপার লীগের গুরুত্বপূর্ন ম্যাচগুলো জিটিভি সরাসরি দেখানোর যে উদ্যোগ নিয়েছিল, রমজানের কারনে সেই প্রতিশ্রæতি ফিরিয়ে নিয়েছে জিটিভি। আগামী ১২ জুন থেকে অনুষ্ঠেয় সুপার লীগের তিন রাউন্ডের ফিকশ্চার ঘোষনা করেছে সিসিডিএম। প্রথম পর্বের মতো সুপার লীগেও প্রতিদিন একই সঙ্গে তিন ভেন্যুতে তিনটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচে থাকছে রিজার্ভ ডে। সুপার লীগের প্রথম তিন রাউন্ডের মধ্যে প্রথম ২ রাউন্ডে আবাহনী খেলবে বিকেএসপিতে। দর্শক সমর্থনপুষ্ঠ দল মোহামেডান, আবাহনী। অথচ সুপার লীগে দুই চিরপ্রতিদ্ব›দ্বীর খেলা হবে বিকেএসপিতে! প্রথম পর্বে টানা ৪ ম্যাচের পর সুপার লীগেও টানা ২ ম্যাচ খেলবে আবাহনী বিকেএসপিতে। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের একাডেমী ভবনে ক্রিকেটারদের আবাসনের ব্যবস্থা করে, একাডেমী মাঠে অনুশীলন সুবিধা নিয়ে বিকেএসপিকেই হোম ভেন্যু বানিয়ে ফেলেছে আবাহনী। সুপার লীগের তৃতীয় রাউন্ডে ভিক্টোরিয়ার বিপক্ষে ম্যাচটি অবশ্য আবাহনী খেলবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুপার লীগে মোহামেডান-আবাহনী ম্যাচ বিকেএসপিতে
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ