Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে শিশুকে ছুরিকাঘাত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০১৯, ৮:১৮ এএম

রাজধানীর জুরাইনে ১০ বছরের এক শিশুকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। গুরুতর আহত তরিকুর রহমান নামের ওই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে শিশুটির খালার বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ইমরান হোসেন নামের এক যুবককে আটক করা হয়েছে। পুলিশ বলছে, কি কারণে শিশুটিকে ছুরিকাঘাত করা হয়েছে তা জানিয়েছে আটক ইমরান। তবে এই মুহূর্তে গণমাধ্যমকে সব খুলে বলতে নারাজ শ্যামপুর থানা পুলিশ।

আহতের খালা সাবিনা জানায়, তরিকুর জুরাইন বালুর মাঠ দারোগাবাড়ি এলাকায় পরিবারের সাথে থাকে। ওখানকার স্থানীয় একটি স্কুলে পড়াশুনা করে। গতকাল দুপুর ১২টার দিকে তাদের বাসায় বেড়াতে আসে। তরিকুরকে ঘরে রেখে গোসল করতে ঢুকেন তিনি। হঠাৎ চিৎকার শুনে বাইরে এসে দেখেন, তরিকুর রক্তাক্ত অবস্থায় বিছানায় পরে আছে। তার হাতে ও বুকের বামদিকে ধারালো অস্ত্রের আঘাত। এ সময় এক যুবককে ঘর থেকে বের হতে দেখেন তিনি। সাথে সাথে তরিকুরকে ঢামেক হাসপাতালে নিয়ে যান তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, তরিকুরের তার হাতে ও বুকের বামদিকে ধারালো অস্ত্রের আঘাত আছে। শিশুটির অবস্থা গুরুতর।

শ্যামপুর থানার ওসি মিজানুর রহমান জানান, এই ঘটনায় ইমরান হোসেন (২৪) নামের একজনকে আটক করা হয়েছে। তাকে দেখে নেশাগ্রস্থ মনে হয়েছে। ছুরি মারার কথা সে স্বীকার করেছে। কি কারণে ইমরান ঘটনাটি ঘটিয়েছে তাও বলেছে, তবে এই মুহূর্তে তদন্তের স্বার্থে এসব কথা বলা যাবে না বলে জানান ওসি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিশু

১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ