Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সবুজের বেষ্টনী গড়ে তোলা হবে

মতবিনিময় সভায় মেয়র লিটন

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০১৯, ১২:০৩ এএম

গাছ লাগাও প্রাণ বাঁচাও, গাছ লাগাও নগর বাঁচাও, গাছ লাগাও রাজশাহী বাঁচাও এ শ্লোগানকে সামনে রেখে নগরবাসীকে বৃক্ষরোপনের আহবান জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। মহানগরীর নদীর ধার এলাকায় বিভিন্ন প্রজাতির গাছ লাগানো কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সিডিসির নেতৃবৃন্দের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যকালে এ আহবান জানান। গতকাল বিকেলে নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত নগরসভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

মেয়র বলেন, নগরীর পরিবেশের উন্নয়নে গাছ লাগানো কর্মসূচি অব্যাহত রাখা হয়েছে। এ বছর সাড়ে ১৪ হাজার গাছ লাগানো হবে। গাছ লাগিয়ে সবুজের বেষ্টনি গড়ে তোলা হবে। নগরীর পরিবেশের উন্নয়ন করা হবে। আর গাছ লাগানো ও পরিচর্যার কাজটির দায়িত্ব পালন করবে সিডিসির সদস্যবৃন্দরা। ভবিষ্যতে এ গাছের অংশীদার হবেন তারা।

তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সিডিসির নেতৃবৃন্দের ভ‚মিকা ইতোমধ্যে দৃশ্যমান হয়েছে। নিজেদের জীবনমান উন্নয়নসহ আয়বর্ধকমূলক অনেক কাজ করছে। আগামীতে প্রকল্প শেষ হয়ে গেলেও এ কার্যক্রম অব্যাহত রাখতে নিজেদের সঞ্চিত আমানত দিয়ে ব্যাংক প্রতিষ্ঠা করা হবে। যা বিভিন্ন সিডিসির মাধ্যমে পরিচালিত হবে। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
রাসিকের প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের সদস্যসচিব নির্বাহী প্রকৌশলী নুর ইসলাম তুষার, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার, পরিবেশ উন্নয়ন কর্মকর্তা, টাউন প্ল্যানার, সিডিসি টাউন ফেডারেশনের সভাপতি আয়েশা আক্তার রুমা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সবুজের বেষ্টনী গড়ে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ