রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কোন ধরনের নিয়ন্ত্রণ না থাকায় রাজাপুরে বেড়েই চলেছে বেওয়ারিশ কুকুরের উৎপাত। একটি দুটি নয়, হঠাৎ যেন কুকুরের মিছিল প্রতিনিয়ত সকলের নজর কাড়ে। চলতে ফিরতে অতিষ্ঠ হয়ে উঠেছে পথচারীরা। বিশেষ করে রাজাপুর সদর বাজারে অসংখ্য বেওয়ারিশ কুকুরের উপদ্রবের কারণে বাজারে লোকজন চলাচল করতে পারছে না। বাজার থেকে কেনাকাটা করে আসা-যাওয়ার পথে হঠাৎ লোভনীয় খাবার মনে করে কুকুর কামড়ে ছিড়ে নিচ্ছে হাতের থলিটি। এতে সবার স্বাভাবিক চলাচলে যেমন বিঘ্ন সৃষ্টি হচ্ছে তেমনি সকাল-সন্ধ্যায় শিশুরা স্কুল মাদরাসায় যেতে ও আশপাশের আবাসিক থেকে ঘরের বাহিরে এসে খেলাধুলা করতে পারছে না। কুকুরের উৎপাতের কারণে ভোর বেলায় মোক্তবে পড়ুয়া শিশুদের নিয়েও অভিভাবকেরা উদ্বিগ্ন হয়ে পড়েছে। বিশেষ করে নারী ও শিশু, স্কুলগামী শিক্ষার্থীরা পরে বিপাকে। কারণ বয়স্করা কুকুরের আক্রমণ ঠেকাতে পারলেও শিশুরা প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে। পক্ষান্তরে ঝোপঝাঁপ, থাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পানি জমে মশার বংশ বিস্তার হচ্ছে এবং মশার উপদ্রবে সাধারন মানুষের ভোগান্তি হচ্ছে। সংশ্লিস্ট কর্তৃপক্ষের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা প্রহণের দাবী সাধারন মানুষের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।