Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৯ দিনেও পরিচয় মিলেনি!

রাজবাড়ী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০১৯, ১২:০৩ এএম

ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মার মোড়ে লোকাল বাস চাপায় পথচরী অজ্ঞাত নারী (৫২) নিহতের ঘটনার ৯দিন পরও মেলেনি পরিচয়। গত ১৯ আগষ্ট সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ঘটনা স্থল থেকে অজ্ঞাত লাশ উদ্ধার করেছে হাইওয়ে থানা পুলিশ। আহলাদীপুর হাইওয়ে থানা পুলিশ বিষয়টি সত্যতা জানিয়েছেন।

জানা গেছে, গত ১৯ আগষ্ট কুষ্টিয়া থেকে দৌলতদিয়া গামী লোকাল বাস রেজি: নং (ফরিদপুর-জ-০৫-০০০৫) অজ্ঞাতনামা চালক দ্রুত বেপরোয়া গতিতে গাড়ি চালাইয়া মহাসড়কের উপর পথচারী নারী (৫২) কে রাস্তা পার হওয়ার সময় চাপা দিলে পথচারী ঘটনাস্থলে মৃত্যু বরণ করেন। এ ঘটনায় আহলাদীপুর হাইওয়ে থানার দায়িত্বরত এস.আই মিজানুর রহমান সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে লাশটি উদ্ধার এবং ঘাতক বাসটি আটক করে। এরপর ২০ আগষ্ট সকালে অজ্ঞাতনামা লাশের ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে প্ররণ করা হয়। লাশের পরিচয় না পাওয়ায় ময়না তদন্ত শেষে সরকারী খরচে দাফনের জন্য রাজবাড়ী জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়। আহলাদীপুর হাইওয়ে থানার এএসআই শহীদ শরিফ বাদী হয়ে ২০ আগষ্ট দুপুরে গোয়ালন্দ ঘাট থানায় মামলা নং ২৬,ধারা-২৭৯,/৩০৪( খ) পেনাল কোড রুজু করেন । গত ২২ আগষ্ট রাজবাড়ীর আঞ্জুমান মুফিদুল ইসলাম জেলা শাখার নির্বাহী সদস্য হাফেজ মো. শফিকুল ইসলাম অজ্ঞাত নারীর লাশটি বুঝিয় নিয়ে দাফনের ব্যবস্থা শেষ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পরিচয় মিলেনি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ