Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দাউদকান্দিতে দুটি ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠানের জরিমানা

দাউদকান্দি (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০১৯, ১২:০৩ এএম


বিএসটিআই অনুমোদনবিহীন নিম্ন মানের পানি উৎপাদনকারী ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠানকে এক লক্ষ ষাট হাজার টাকা জরিমানা করে বন্ধ করে দিয়েছে মোবাইল কোট। গতকাল বৃহস্পতিবার উপজেলা ইছাপুর অবস্থিত আকাশ ড্রিংকিং ওয়াটারকে ৮০ হাজার টাকা এবং রায়পুর পিওর ড্রিংকিং ওয়াটারকে আশি হাজার করে মোট এক লক্ষ ষাট হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া রায়পুর বিএসটিআই অনুমোদন বিহীন পন্য বিক্রির দায়ে একজনকে ৫ হাজার টাকা এবং ইলিয়গঞ্জ বিষফরক লাইসেন্স না থাকায় গ্যাস সিলিন্ডার দোকান হারুন এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোট পরিচালনা করেন দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম শেখ। এ সময় কুমিল্লা বিএসটিআই ফিল্ড অফিসার জিসান আহমেদ তালুকদার ও আইশৃঙ্খলা বাহিনী উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠানের জরিমানা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ