বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পাবনা জেনারেল হাসপাতালে গত ২৪ ঘন্টায় ১৪ জন, চাটমোহর ও বেড়া স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ২জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। জেনারেল হাসপাতাল থেকে আজ ছাড়পত্র দেওয়া হয়েছে ১৬ জনকে,এই হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৩ জন। আজ বৃহষ্পতিবার বিকাল পৌনে ৪ টায় হাসপাতালের সহকারি পরিচালক ডা: রঞ্জন কুমার দত্ত এই তথ্য নিশ্চিত করেছেন। অপরদিকে, পাবনার সিভিল সার্জন ডা: মেহেদী ইকবাল বিকাল সাড়ে ৪ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তির এই তথ্য নিশ্চিত করেন। সহকারি পরিচালক আরও জানান, ডেঙ্গু রোগ এখন পাবনায় স্থিতিশীল অবস্থায় রয়েছে। বৃষ্টি-বাদল না হলে এই রোগ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা নেই।
পাবনা পৌর মেয়র কামরুল হাসান মিন্টু জানিয়েছেন, পাবনায় মশক নিধনে কার্যক্রম শুরু হয়েছে। প্রত্যেক ওয়ার্ডে ২টি করে মেশিন দেওয়া হয়েছে, এডিস লার্ভা ও মশক নিধনের জন্য। তারপরও নানা সমস্যা পৌরসভার রয়েছে, একেবারে অস্বীকার করা যায় না। আমারা সীমিত সাধ্যের মধ্যে যতটা সম্ভব কাজ করে যাচ্ছি। এই স্টাফ রির্পোটার তাকে প্রশ্ন করেন, পৌর মেয়র, কাউন্সিলর এবং বিশিষ্ট জনদের সাথে নিয়ে মশক নিধনে কোনো কার্যক্রম দেখছি না, তিনি বলেন এটা তাঁর পছন্দ নয়। ওয়ার্ডে মেশিন দিয়েছি, কাজ করছেন, কাউন্সিলারগণ। ডেঙ্গু প্রতিরোধসহ পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য প্রতিদিন মাইকে প্রচার-প্রচারণা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।