Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দক্ষিণাঞ্চলে ৭২ঘন্টায় আরো ৩১৪জন ডেঙ্গু আক্রান্ত সরকারী হাসপাতালে ভর্তি

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০১৯, ৫:০৫ পিএম

দক্ষিণাঞ্চলের ৬টি জেলার সরকারী হাসপাতালগুলোতে বৃহস্পতিবার সকালের পূর্ববর্তি ৭২ঘন্টায় আরো ৩১৪জন ডেঙ্গুজ্বর আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। এনিয়ে বরিশাল, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, বরগুনা ও ঝালকাঠী জেলার সরকারী-বেসকারী হাসপাতালগুলোতে ৩ হাজার ৮৯৭জন ডেঙ্গু রোগী ভর্তি হল। যার সিংহভাগই বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। তবে বৃহস্পতিবার সন্ধা পর্যন্ত জেলাগুলোতে ভর্তিকৃত রোগী প্রায় ৪হাজারে পৌছেছে। এর বাইরেও আরো প্রায় ৬ হাজার ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্নভাবে চিকিৎসা গ্রহন করেছে বলে একাধীক সূত্রে বলা হয়েছে।
বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার সকালের পূর্ববর্তি ৭২ঘন্টায় ১১৯জন ডেঙ্গুজ্বর আক্রান্ত রোগী ভর্তি হয়। এনিয়ে হাসপাতালটিতে ভর্তিকৃত রোগীর সংখ্যা প্রায় ১৮শতে পৌছেছে। তবে বৃহস্পতিবার বিকেল নাগাদ হাসপাতালটিতে রোগী ভর্তির সংখ্যা ১৮শ অতিক্রম করেছে।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দফতরের মতে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত দক্ষিণাঞ্চলের সরকারী হাসপাতালগুলোতে ৩৬৬জন ডেঙ্গু রোগী ভর্তি ছিল। যার মধ্যে বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হসপাতালেই চিকিৎসাধীন ছিল ১৬৬জন। তবে সন্ধা নাগাদ এসংখ্যা আরো বাড়লেও বেশ কিছু রোগী সুস্থ্য হয়ে বাড়িতে ফিরে গেছে। স্বাস্থ্য দফতরের মতে এ পর্যন্ত দক্ষিণাঞ্চলে ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থ্য হয়ে ৩ হাজার ৬৩২জন বাড়ি ফিরে গেছেন। যারমধ্যে শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকেই সুস্থ্য হয়ে ফিরেছেন প্রায় ১৮শ।

তবে এখনো খোদ বরিশাল মহানগরীতে মশার বহু প্রজনন ক্ষেত্র দৃশ্যমান রয়েছে। নগরীর বেশীরভাগ ড্রেন ও মড়া খালগুলোর ঝোপঝাড় পরিস্কার হচ্ছেনা। পয়ঃনিস্কাশন ব্যাবস্থাও অনেকস্থানেই রুদ্ধ। শুরুতে অনেক ঢাকঢোল পিটিয়ে নগরীতে কয়েক দফা পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হলেও তা আনুষ্ঠানিকতার পর্যায়েই সীমাবদ্ধ বলে অভিযোগ রয়েছে। সিটি মেয়র যখন যে বিষয়ে সরাসরি নজর দেন, তখন সে কাজ হলেও পরবর্তিতে অনেক কিছুই আগের মত হয়ে যাচ্ছে বলেও অভিযোগ উঠেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডেঙ্গু

২৭ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ