Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুড়িগ্রামের অনন্তপুর সীমান্তে বাংলাদেশীকে আটক করেছে বিএসএফ

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০১৯, ৩:২৪ পিএম

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে শাহাদত হোসেন (৩০) নামে এক বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ। বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় জনপ্রতিনিধিরা বিষয়টি স্বীকার করলেও বিজিবি এখনো এ সম্পর্কে কিছু জানে না বলে জানিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিন অনন্তপুর এলাকার তাজুলের নেতৃত্বে ১২/১৪ জনের একটি গরু ব্যবসায়ীর দল অনন্তপুর সীমান্তে আন্তর্জাতিক ৯৪৪/৩ এস পিলারের কাছ দিয়ে গরু পাচারের সময় ভারতীয় ১৪২ বিএসএফ’র শেউটি-২ এর টহলদলের মুখোমুখী হয়। এসময় গরু পাচারের বিষয়টি টের পেয়ে তাদেরকে ধাওয়া করে বিএসএফ। সেখানে ককটেল বিস্ফোরণ ঘটলে ছোটাছুটিতে শাহাদত হোসেন আহত হয়ে মাটিতে লুটিয়ে পরে। আহত শাহাদতকে বিএসএফ ধরে নিয়ে যায় বলে জানা গেছে। আটক শাহাদত একই উপজেলার দক্ষিন অনন্তপুর গ্রামের আলতাফ হোসেনের পূত্র।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলজার হোসেন মন্ডল জানান, বৃহস্পতিবার ভোররাতের দিকে অনন্তপুর সীমান্ত এলাকায় শাহাদত হোসেন নামে এক যুবককে বিএসএফ ধরে নিয়ে গেছে বলে তার পিতা আলতাফ হোসেন বিষয়টি এলাকার মেম্বার আবুল হোসেন এবং আমাকে অবগত করেন। পরে আবুল হোসেন বিষয়টি কাশিপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার নায়েক সুবেদার মুকুল চন্দ্র রায়কে জানান এবং যুবকটিকে উদ্ধারে ব্যবস্থা গ্রহনের জন্য উর্দ্বতন কর্তৃপক্ষকে অবগত করতে অনুরোধ করেন।
এ ব্যাপারে ফুলবাড়ী উপজেলার কাশিপুর বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার নায়েক সুবেদার মুকুল চন্দ্র রায় জানান, শাহাদত হোসেন নামে এক গরু ব্যবসায়ীকে বিএসএফ আটক করেছে বলে স্থানীয় মেম্বার আবুল হোসেন জানিয়েছেন। বিষয়টি উর্দ্ধতন কতৃপক্ষকে জানানো হয়েছে।
এ ব্যাপারে লালমনিরহাট-১৫ বিজিবি’র কমান্ডিং অফিসার আনোয়ারুল আলম জানান, এ ব্যাপারে অফিসিয়ালি আমরা কিছু জানি না। বিএসএফও স্বীকার করেনি। তবে লোকমুখে জানতে পেরেছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএসএফ

১৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ