Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গ্রন্থাগারের আসন সঙ্কট

নিরসনে ঢাবিতে মানববন্ধন

বিশ্ববিদ্যালয় রিপোর্টার : | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০১৯, ১২:০৪ এএম

কেন্দ্রীয় গ্রন্থাগারের আসন সংকট নিরসন ও আধুনিক-যুগোপযোগী বহুতল ভবন নির্মাণসহ ৪ দফা দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। গতকাল বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে অংশ নেয়া শিক্ষার্থীরা বলছেন, গ্রন্থাগারে আসনের তুলনায় শিক্ষার্থীদের সংখ্যা অনেক বেশি। যার ফলে সকালে এসে লাইনে দাঁড়িয়েও আসন পাওয়া যায় না। এছাড়া, নিয়মিত তদারকি না করার কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি বহিরাগতরাও গ্রন্থাগার ব্যবহার করেন। ফলে সমস্যা আরও প্রকট আকার ধারণ করছে।
আয়োজকদের অভিযোগ, ২৮ বছর পর হওয়া ডাকসু নির্বাচনে প্রায় প্রতিটি প্রার্থী নির্বাচনী ইশতেহারে আধুনিক ও যুগোপযোগী গ্রন্থাগারের প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু দায়িত্ব গ্রহণের ছয় মাস অতিক্রম হলেও সমস্যা সমাধানে কোনো উদ্যোগ নেয়া হয়নি।
শিক্ষার্থীদের চার দফা দাবির মধ্যে আছে, দ্রুত আধুনিক ও যুগোপযোগী বহুতল কেন্দ্রীয় গ্রন্থাগার কমপ্লেক্স নির্মাণ, সমস্যার আশু সমাধান কল্পে বিশ্ববিদ্যালয়ের যে কোনো একটি ভবন অস্থায়ীভাবে গ্রন্থাগার হিসেবে ব্যবহারের ব্যবস্থা, বহিরাগত শিক্ষার্থীদের প্রবেশ বন্ধ করা, কেন্দ্রীয় গ্রন্থাগারে জরুরি বহির্গমন সিঁড়ি নির্মাণ করা।
মানববন্ধনের অন্যতম আয়োজক হাবিবুল্লাহ বেলালী বলেন, ‘প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে সিটের সংকলন হয়না এটা মেনে নেয়া যায়না। এছাড়া গ্রন্থাগারে আমাদের যেসব রেফারেন্স বই প্রয়োজন তা পাওয়া যায়না। তাই সেসব রেপারেন্স বইয়েরও ব্যবস্থা করতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ