Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমিরাতে দশ লাখ দিরহাম পেলেন বাংলাদেশি

ছালাহউদ্দিন, আরব আমিরাত থেকে : | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

আরব আমিরাতের আল আনসারী এক্সচেঞ্জের মাধ্যমে দেশে টাকা পাঠিয়ে এক্সচেঞ্জের সামার প্রমোশন ২০১৯ ড্রতে ১ মিলিয়ন দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৩০ লাখ টাকা) জিতেছেন এক বাংলাদেশি। তার নাম আবদুল্লাহ আল আরাফাত (৩০)। বাবার নাম মোহাম্মদ মহসিন। বাড়ি ফেনী জেলার সোনাগাজী। গত মঙ্গলবার আল আনসারী এক্সচেঞ্জের এ সামার প্রমোশন ড্র অনুষ্ঠিত হয়।

আবদুল্লাহ আল আরাফাত ৯ বছর ধরে আরব আমিরাতে অবস্থান করছেন। আল আনসারী এক্সচেঞ্জের ড্রতে জিতে এ পুরষ্কার পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছেন তিনি। তিনি জানান, পুরষ্কারের অর্থের কিছু অংশ বাড়িতে তার স্ত্রীর কাছে পাঠাবেন, ব্যাঙ্ক ডিপোজিট করবেন এবং বাকি অর্থ তার টেইলারিং ও মোবাইলসহ অন্যান্য ব্যবসায় বিনিয়োগ করবেন। আগামী মাসে প্রথম সন্তানের বাবা হতে যাচ্ছেন বলে জানান আবদুল্লাহ আল-আরাফাত।

প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ