প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
প্রখ্যাত ব্যান্ড সঙ্গীতশিল্পী আইয়ুব বাচ্চুর মৃত্যুর পর থেকেই তার গড়া ব্যান্ডদল এলআরবি’র মধ্যে ভাঙন দেখা দিয়েছে। বেশ কয়েকবার ভাঙন, তারপর আবার জোড়া লাগা-এ নিয়ে দলটি নাস্তানাবুদ হয়ে পড়েছে। দলটির সদস্যদের মধ্যে আভ্যন্তরীণ দ্ব›দ্বই এর মূল কারণ। আইয়ুব বাচ্চুর মৃত্যুর পর ব্যান্ডের চার সদস্যের মধ্যে মতপার্থক্যের কারণে এলআরবি ছাড়েন ম্যানেজার শামীম আহমেদ ও গিটারিস্ট মাসুদ। সবশেষ ব্যান্ডের সদস্য ছিলেন দুইজন। তারা হলেন প্রতিষ্ঠাতা সদস্য সাইদুল হাসান স্বপন ও ড্রামার রোমেল। এবার এই দুই সদস্যের এলআরবি ব্যান্ড থেকে অসদাচরণের অভিযোগ তুলে ড্রামার রোমেলকে বহিষ্কার করেছে এলআরবি। নতুন চার সদস্যের লাইনআপ ঘোষণা করেছেন প্রতিষ্ঠাতা সদস্য সাইদুল হাসান স্বপন। গত মঙ্গলবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে এমন তথ্য জানিয়েছেন এলআরবির সদ্য সদস্য হওয়া পু®প ফেরদৌস। সেই স্ট্যাটাস থেকে জানা যায়, স্বপনের নেতৃত্বে এলআরবির নতুন লাইনআপে ভোকাল হিসেবে যোগ দিয়েছেন ওয়ারফেইজের সাবেক ভোকাল মিজান, গিটারে ত্রিকাল ব্যান্ডের গিটারিস্ট পু®প ফেরদৌস ও ড্রামসে যোগ দিয়েছেন অমিত। এদিকে আরেক ফেসবুক স্ট্যাটাসে প্রতিষ্ঠাতা সদস্য স্বপন ড্রামার রোমেলকে বহিষ্কার করা প্রসঙ্গে জানিয়েছেন, স¤প্রতি কনসার্ট ফর নিলুফার নামের একটি অনুষ্ঠানে কেনো প্রকার আলোচনা ছাড়াই এলআরবির ব্যানারে পারফর্ম করেছেন রোমেল। এ বিষয়ে তার সঙ্গে কথা বলতে গেলে তিনি অভদ্র আচরণ করেন। এছাড়া রোমেলের এলআরবির গানের ভিডিও কন্টেন্ট কোনো রকম অনুমতি (এলআরবি ও বাচ্চু ভাইয়ের পরিবার) ছাড়া বিদেশে গোপনে নিজের নামে অ্যাকাউন্ট খুলে বিপুল পরিমাণ ডলার আত্মসাৎ করেছেন রোমেল, যা এখনও চলমান। এই চরম বিশ্বাসঘাতকতার কারণে রোমেলকে এলআরবি থেকে অপসারণ করতে বাধ্য হচ্ছি, আমি জানি বস (আইয়ুব বাচ্চু) বেঁচে থাকলে এটাই করতেন। তিনি দাবি করেন, তার অনুমতি ছাড়া এখন কেউ এলআরবির নাম ব্যবহার করতে পারবে না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।