Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুপ্রিমকোর্টের ইফতার মাহফিল আজ

প্রকাশের সময় : ১১ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : সুপ্রিমকোর্টের ইফতার ও দোয়া মাহফিল আজ (শনিবার)। সুপ্রিমকোর্ট প্রশাসনিক ভবন প্রাঙ্গণে এ ইফতার মাহফিলের অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতি হিসেবে সুরেন্দ্র কুমার সিনহা দায়িত্ব গ্রহণের পর দ্বিতীয়বারের মত এবছর ইফতার মাহফিল আয়োজন করতে যাচ্ছেন। ইফতার অনুষ্ঠানের প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিতি জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। এছাড়া জাতীয় সংসদের স্পিকার অ্যাডভোকেট শিরীন শারমিন চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৈৗধুরী ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ মন্ত্রিপরিষদের সব সদস্য এবং এমপিদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা যায়। সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারপতি ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, আইনজীবী বিচার বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এছাড়াও বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত থাকার কথা রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. সাব্বির ফয়েজ সাংবাদিকদের বলেন, প্রধান বিচারপতি গত বছর প্রথমবারের মতো ইফতার মাহফিলের আয়োজন করেন। এবারও প্রধান বিচারপতি ইফতার মাহফিলের আয়োজন করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুপ্রিমকোর্টের ইফতার মাহফিল আজ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ