Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাউশির ৭ কর্মকর্তাকে বদলি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০১৯, ৫:৩৯ পিএম

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) আওতায় সাত কর্মকর্তাকে বদলি করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বুধবার (২৮ আগস্ট) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক আদেশে এসব বদলি ও পদায়ন করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর উন্নয়ন প্রকল্পে’র উপপরিচালক সহযোগী অধ্যাপক মো. মিজানুর রহমানকে ভোলার ফজিলাতুন্নেসা মুজিব সরকারি মহিলা কলেজে বদলি করা হয়েছে। একই প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক এ.এস.এম এমদাদুল কবিরকে একই প্রকল্পে’র উপপরিচালক হিসেবে নিয়োগ করা হয়। আর নরসিংদীর শিবপুর উপজেলার সরকারি শহীদ আসাদ কলেজের সহকারী অধ্যাপক মো. আকরাম হোসেনকে একই প্রকল্পের সহকারী পরিচালক হিসেবে নিয়োগ করা হয়েছে।

মাউশির সহকারী পরিচালক (কলেজ-৩) সহকারী অধ্যাপক ফারহানা আক্তারকে মাগুরার হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে বদলি করা হয়। অন্যদিকে, এপদে নিয়োগ করা হয়েছে নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের বাংলা বিষয়ের সহকারী অধ্যাপক মো. আব্দুল কাদেরকে।

একই আদেশে মাউশির উপপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) সহযোগী অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেনকে ঝালকাঠি সরকারি কলেজে বদলি করা হয়েছে। এই পদে নিয়োগ করা হয়েছে চট্টগ্রাম কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আনিকা রাইসা চৌধুরীকে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাউশির বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পে দুর্নীতি ও গুরুত্বপূর্ণ পদে থেকে বিভিন্ন অনিয়ম ও অনৈতিক সুবিধা নেওয়ার কারণে কিছু কর্মকর্তাকে বদলি করা হয়। আর মাঠ পর্যায়ে সুনাম রয়েছে এমন কর্মকর্তাদের মাউশির বিভিন্ন পদে পদায়ন করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাউশি

১৫ ডিসেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ