Inqilab Logo

রোববার, ০৯ জুন ২০২৪, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ যিলহজ ১৪৪৫ হিজরী

ব্যায়ামের জন্য বিপদে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

উত্তর-পূর্ব মেক্সিকোর নুয়েভো লিওন রাজ্যের বাসিন্দা কলেজছাত্রী অ্যালেক্সা তেরাৎজাস নিয়মিত যোগচর্চা করেন। কিন্তু স্বাস্থ্যকর এই অভ্যাসই বিপদ ডেকে আনল শুধুমাত্র মাত্রাতিরিক্ত ঝুঁকি নেওয়ার জন্য। দুপুরে তিনি নিজের সাত তলা ফ্ল্যাটের বারান্দায় যোগভ্যাস করতে গিয়ে ভারসাম্য হারিয়ে ৮০ ফিট নীচের ড্রাইভওয়েতে আছড়ে পড়েন তিনি। তবে হাত, পা, নিতম্ব ও মাথায় অগুনতি ফ্র্যাকচার হলেও শেষ পর্যন্ত প্রাণে বাঁচলেন বছর তেইশের অ্যালেক্সা।

অ্যালেক্সার শখ হয়েছিল বারান্দার কাচের রেলিঙের কিনারায় শীর্ষাসন করবেন। সেই মতো মাথা নীচু করে দেহের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেন রেলিঙের প্রান্তে। সেই সময় হঠাৎ ঘটে বিপত্তি। শরীরের ভারসাম্য হারিয়ে ফেলে আচমকা বারান্দা থেকে নীচে পড়ে যান তিনি। স্থানীয় সময় দুপুর ১.১০ মিনিট নাগাদ ৮০ ফিট নীচে কংক্রিটের ড্রাইভওয়ের উপর তিনি আছড়ে পড়েন। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন রেড ক্রস কর্মীরা। পৌঁছে যায় নুয়েভো লিয়ন সিভিল প্রোটেকশন বাহিনীর স্বাস্থ্যকর্মীরা। স্থানীয় হাসপাতালে দ্রæত নিয়ে যাওয়া হয় গুরুতর আহত তরুণীকে। পরীক্ষায় দেখা যায়, তার দুই হাত, দুই পা, নিতম্ব ও মাথায় একাধিক হাড় টুকরো হয়ে গিয়েছে। নাগাড়ে ১১ ঘণ্টা ধরে অ্যালেক্সার শরীরে অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। সোমবার বিকেল পর্যন্ত অত্যন্ত সংকটজনক অবস্থায় ছিলেন ওই কলেজছাত্রী। তবে মঙ্গলবার তার শারীরিক পরিস্থিতি কিছুটা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

অ্যালেক্সার চিকিৎসার জন্য রক্ত চেয়ে সোশ্যাল মিডিয়ায় আবেদন জানিয়েছে তার পরিবার। তার আরোগ্য কামনা করে প্রার্থনা করছেন সোশ্যাল মিডিয়ার অসংখ্য ইউজার। পাশাপাশি, দুর্ঘটনার ঠিক আগে বারান্দার প্রান্তে তার শীর্ষাসনরত ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সূত্র : ডেইলি মিরর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ