Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিএসসিসি শ্রমিক-কর্মচারী লীগের আলোচনা সভা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম


ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শ্রমিক-কর্মচারী লীগ (রেজি: নং-৪৬৯৭)- এর উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কোরআনখানি, আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ঢাকা দক্ষিণের ভারপ্রাপ্ত মেয়র হাজী নূর হোসেন বলেন, জাতির জনকের জন্ম না হলে বাংলাদেশ কখনো স্বাধীনতা অর্জন করতে পারত না। এ শোককে শক্তিতে রূপান্তর করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহŸান জানান।
গতকাল মঙ্গলবার দুপুরে নগর ভবনস্থ মেয়র মোহাম্মদ হানিফ অডিটোরিয়ামে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শ্রমিক-কর্মচারী লীগ (রেজি: নং-৪৬৯৭)-এর উদ্যোগে শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর জাহিদ হোসেন, সচিব মো. মোস্তফা কামাল মজুমদার, প্রধান নগর পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম, শ্রমিক-কর্মচারী লীগের সভাপতি মো. মিজানুর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. ইব্রাহীম প্রমুখ আলোচনায় অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডিএসসিসি

২৩ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ