Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বলিভিয়া অংশেও ছড়িয়েছে আগুন

আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মতো জ্বলছে অ্যামাজন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

ব্রাজিলের অ্যামাজন বনাঞ্চলে আগুনের ঘটনায় বিশ্বের মনোযোগের মধ্যে এই বনাঞ্চলের বলিভিয়ার অংশেও আগুন জ্বলছে। ইতিমধ্যে দেশটির ১৮ লাখ একর বা সাত হাজার ২৮৪ বর্গকিলোমিটার এলাকার বনাঞ্চল পুড়ে গেছে। এসব অগ্নিকান্ডের জন্য অনিয়ন্ত্রিতভাবে আগুন লাগানোকেই দায়ী করছেন পরিবেশবাদীরা। সোমবার দেশটির প্রেসিডেন্ট ইভো মোরালেস জানিয়েছেন, চার হাজার সরকারি কর্মী ও স্বেচ্ছাসেবক অগ্নিকান্ড মোকাবিলায় কাজ করছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা- বিআইএ জানিয়েছে, অগ্নিকান্ডের কারণে রবিবার পুনর্নিবাচনের প্রচারণা বাতিল করেন প্রেসিডেন্ট। ব্রাজিলের বেলিম শহরের বাসিন্দা আলদা ফিগুইরেদো। ৪০ বছরের এ নারী নিজ শহরে একটি রেস্টুরেন্ট পরিচালনা করেন। নিজ দেশে অ্যামাজন জঙ্গলের ভয়াবহ আগুন প্রত্যক্ষ করেছেন তিনি। যে আগুন ইতোমধ্যেই ব্রাজিলে ছাপিয়ে ছড়িয়ে পড়েছে প্রতিবেশী দেশ বলিভিয়াতেও। আলদা ফিগুইরেদো-র ভাষায়, ‘আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মতো জ্বলছে অ্যামাজন।’ আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো অ্যামাজন থেকেও বেরুচ্ছে ধোয়ার কুন্ডলী। এমন ভয়াবহ দৃশ্য ইতোপ‚র্বে কখনও দেখেননি আলদা ফিগুইরেদো। দুই দশক ধরে বেলিম শহরের নিজ রেস্টুরেন্টে ফ্রায়েড ফিশ বিক্রি করে আসছেন এই নারী। শুক্রবার দেখতে পান ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে রয়েছে গুয়াজারা উপক‚ল। পরদিন শনিবার লক্ষ্য করেন, আরও অন্ধকার ধোঁয়া বেরুতে শুরু করেছে। যেন জ্বলন্ত আগ্নেয়গিরি। ৪০০ বছর আগে এখানেই উপনিবেশ স্থাপন করেছিল পর্তুগিজরা। এটিই ছিল অ্যামাজনে প্রথম কোনও পর্তুগিজ উপনিবেশ। আগুন শুধু উপক‚লেই সীমাবদ্ধ নেই। দেশের সীমানা ছাড়িয়ে অ্যামাজনের বলিভিয়া অংশেও এখন কুন্ডলী পাকাচ্ছে এ আগুন। এসব অগ্নিকান্ডের জন্য অ্যামাজনের ব্রাজিল অংশে পরিকল্পিতভাবে আগুন লাগানোকেই দায়ী করছেন পরিবেশবাদীরা। গত ১৫ আগস্ট থেকে জ্বলছে ‘দুনিয়ার ফুসফুস’ খ্যাত ব্রাজিলের অ্যামাজন জঙ্গল। এরমধ্যেই গত বৃহস্পতি থেকে শুক্রবারের মধ্যে নতুন করে অ্যামাজনের এক হাজার ২০০টি স্থানে আগুন ছড়িয়ে পড়েছে। ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস রিসার্স জানিয়েছে, ২০১৯ সালে এ পর্যন্ত প্রায় ৭৪ হাজার দফায় অগ্নিকান্ডের শিকার হয়েছে এ বনভূমি। আগের যে কোনও সময়ের চেয়ে এবারের আগুন সবচেয়ে ভয়াবহ। এ আগুন ছড়িয়ে পড়ার ঘটনায় ব্রাজিলের উগ্র ডানপন্থী ও বাণিজ্যপন্থী প্রেসিডেন্ট জেইর বলসোনারো-র নীতিকে দায়ী করছে আন্তর্জাতিক স¤প্রদায়। বন পুড়ে বাণিজ্য স¤প্রসারণের নীতির জন্য নিজ দেশের পরিবেশবাদীদের কাছেও তোপের মুখে পড়েছেন তিনি। সর্বশেষ আগুন নিয়ন্ত্রণে ব্রাজিল সরকারের নিষ্ক্রিয়তার ঘটনায় দেশটির সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের হুমকি দেয় ইউরোপীয় ইউনিয়ন। ব্রাজিলিয়ান অর্থনীতিকে লক্ষ্যবস্তুতে পরিণত করে অন্য দেশগুলো। উদ্ভূত পরিস্থিতিতে চাপের মুখে শনিবার অ্যামাজনে সেনা মোতায়েন করে বলসোনারো সরকার। ব্রাজিল, বলিভিয়াসহ লাতিন আমেরিকার আটটি দেশজুড়ে বিস্তৃত অ্যামাজন। যদিও এর বেশিরভাগ অংশই পড়েছে ব্রাজিলে। এই বনাঞ্চল বিশ্বের মোট ২০ শতাংশ অক্সিজেনের যোগান দেওয়ার পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবিলার লড়াইয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হাফিংটন পোস্ট, আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ