মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের উত্তর প্রদেশের সমাজবাদী পার্টির (এসপি) নেতা অখিলেশ যাদব সোমবার জম্মু ও কাশ্মীরে জনসাধারণের চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করার জন্য কেন্দ্রের সমালোচনা করেছেন। লক্ষেীতে এক সংবাদ সম্মেলনে যাদব বলেন, আমাদের বিজেপির হাত থেকে প্রাতিষ্ঠানিক নিয়ন্ত্রণের কৌশল শিখতে হবে। বিজেপির ইশতেহারে অনুচ্ছেদ ৩৭০ বিলুপ্ত করার কথা ছিল, তারা তা করেছে। আমি আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি যে আজ তাদের সাথে যা হয়েছে, কাল আমাদের সাথেও তা ঘটতে পারে। তিনি অনুচ্ছেদ ৩৭০ বাতিল নিয়ে প্রশ্ন করে বলেন, ২০ দিন পরও কাশ্মীরের লোকজন তাদের ঘরে আটকে আছে। কেন্দ্রের সিদ্ধান্ত যদি এতই দারুণ হবে, তবে কেন জনগণ তাতে সম্মতি দিচ্ছে না? আমি লোকসভায় ইতোমধ্যেই আমার কথা বলেছি। আমি আর কিছু যোগ করতে চাই না। এর আগে বহুজন সমাজবাদী দলের (বিএসপি) প্রধান মায়াবতী যে মন্তব্য করেছিলেন, তার রেশ ধরেই যাদব এ কথা বলেন। মায়াবতী মন্তব্য করেছিলেন যে বিরোধী দলের নেতাদের উচিত ছিল শ্রীনগর যাওয়ার আগে আরেকটু চিন্তা করা। মায়াবতী কেন্দ্রীয় সরকারকে সমর্থন দিয়ে কয়েকটি টুইটে বলেন, কংগ্রেস ও অন্যান্য দলের নেতারা অনুমতি ছাড়াই সেখানে গিয়ে কি কেন্দ্র ও গভর্নরকে রাজনীতি করার একটি সুযোগ দিলেন না?এসএএম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।