Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সহিংস হয়ে উঠছে হংকং পরিস্থিতি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

ক্রমেই সহিংস হয়ে উঠছে হংকং পরিস্থিতি। বিক্ষোভ মোকাবেলায় প্রথমবারের মতো পানিকামান ও ফাঁকা গুলি ছুড়েছে পুলিশ। জুন থেকে শুরু হওয়া এ বিক্ষোভে প্রথমবারের মতো আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে তারা। বিক্ষোভকারীরাও দাঙ্গা পুলিশকে পেটাতে পুরো যুদ্ধসাজে মাঠে নামেন। স্বাধীনতাকামী বিক্ষোভকারীরা মাথায় হলুদ হেলমেট, মুখে কাঁদানে গ্যাস প্রতিরোধী মাস্ক ও বুকে বুলেট প্রতিরোধী ভেস্ট পরে পুলিশের সামনে এসে দাঁড়ান। পুলিশ পেটাতে তাদের প্রত্যেকের হাতে ছিল লোহার রড। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো লিখেছে, হংকং পুলিশের সমর প্রস্তুতির জবাবে যুদ্ধসাজ দেখালেন বিক্ষোভকারীরা। বিবিসি জানায়, সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে রাতভর সহিংসতা হয়েছে। বিক্ষোভকারীদের মোকাবেলায় পুলিশ কাঁদানে গ্যাসের পাশাপাশি প্রথমবারের মতো পানিকামান ব্যবহার করেছে। সকালে নগরীর সুয়েন ওয়ান এলাকায় বিক্ষোভ শুরু হয়ে পাশের সিম শা সুয়ি এলাকায়ও ছড়িয়ে পড়ে। হঠাৎই পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ছয় পুলিশ কর্মকর্তা পিস্তল তাক করেন এবং তাদের একজন এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। সোমবার পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে মলোটোভ ককটেল ও ইট ছুড়েছেন। এএফপির প্রকাশ করা বিভিন্ন ছবিতে দেখা গেছে, লাঠি ও বাঁশ হাতে থাকা বিক্ষোভকারীদের দিকে কর্মকর্তারা পিস্তল তাক করে রেখেছেন। দিনের শেষে বিক্ষোভকারীরা আরও সমরসাজে হাজির হন। পুলিশের হেলমেট থেকে নিজেদের আলাদা করতে হলুদ রঙের হেলমেট পরেন তারা। হাতে হাতে ছিল লোহার বড় রড। সেই রড দিয়ে পুলিশকে পেটাতে দেখা গেছে। পুলিশের ছোড়া টিয়ার শেল ফিরিয়ে দিতে টেনিস ব্যাট ব্যবহার করেছেন বিক্ষোভকারীরা। বিবিসি, এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ