Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলাপাড়ায় খালের অবৈধ বাঁধ অপসারণ

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০১৯, ৭:১৩ পিএম

কৃষকের কৃষিকাজে বিঘ্ন না ঘটে সেজন্য পটুয়াখালীর কলাপাড়ায় খালের অবৈধ বাঁধ অপসারণ অব্যহত রয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার ধানখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ভাঙ্গা খালের সুইজ গেটের অবৈধ বাঁধ অপসারণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো.মুনিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাশ, ধানখালী ইউপি চেয়ারম্যান মো.রিয়াজ তালুকদারসহ স্থানীয় শতশত কৃষক। এসময় উপস্থিত কৃষকরা জলাবদ্ধতার কারণে তাদের কয়েকশ একর জমি অনাবাধি ছিল বলে নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ভাঙ্গা খালে একাধিক অবৈধ বাঁধ দেওয়ার কারণে খালের পানি চলাচলের স্বাভাবিক প্রবাহের গতিপথ বন্ধ হয়ে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ফলে নির্বাহী অফিসার একটি বাঁধ অপসারণ শুরু করলে খালে অবৈধ বাঁধ দেয়া মানুষ গুলো তার কাছে দুই দিনের মধ্যে বাঁধ কেটে ফেলার অঙ্গিকার করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অবৈধ বাঁধ অপসারণ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ